১৫ অক্টোবর ২০২৫

আটলান্টিক সিটিতে যথাযোগ্য মর্যাদায় মার্টিন লুথার কিং দিবস পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আটলান্টিক সিটিতে যথাযোগ্য মর্যাদায় মার্টিন লুথার কিং দিবস পালন

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : প্রতিবছরের মত এবারো জানুয়ারী মাসের তৃতীয় সোমবার নানা আয়োজনে আটলান্টিক সিটিতে উদযাপিত হয়েছে মার্টিন লুথার কিং দিবস।

ন্যাশনাল এসোসিয়েশন ফর দ্য এডভানসমেনট অব কালারড পিপল (এনএএসিপি) এর উদ্যোগে ও আটলান্টিক সিটির নগর কতৃপক্ষের সহযোগীতায় ‘নাগরিক অধিকার বাগান’ ও সেনট জেমস এএমই গীর্জায় এই উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

ঐদিন সকাল সাড়ে দশটায় আটলান্টিক সিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ১৭০০ মারমোরা এভিনিউতে অবস্থিত মার্টিন লুথার কিং স্কুল কমপ্লেক্স প্রাংগনে সমবেত হয়।এরপর নিউজারসি রাজ্যের এসেম্বলীম্যান ভিন্স ম্যাজিও,এসেম্বলীম্যান জন আরমাতো, আটলান্টিক সিটির মেয়র মার্টি এসমল ,এনএএসিপির সভাপতি কলিম শাহবাজ, আটলান্টিক সিটির পুলিশ প্রধান হেনরী হোয়াইট,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুবত চৌধুরী,কমিউনিটি নেতা সুমন মজুমদার প্রমুখের নেতৃত্বে সবাই শোভাযাএা সহকারে ‘নাগরিক অধিকার বাগান’ এ এসে সমবেত হন।এরপর ‘নাগরিক অধিকার বাগান’ এর স্থাপত্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মেয়র মার্টি এসমল, কলিম শাহবাজ সহ কমিউনিটির বিশিষ্টজনরা।কথামালা শেষে বাগানে স্হাপিত বিশাল ঘন্টা বাজিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।এরপর সবাই সেনট জেমস এএমই গির্জার অনুষ্ঠানে যোগ দেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন