১৪ অক্টোবর ২০২৫

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু
হাফিজুর রহমান হাবিব ,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: ঈদুল ফিতরে সরকারি ছুটিসহ টানা ৮দিন বন্ধ থাকার পর দেশের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরুর মধ্য দিয়ে ব্যস্ততম হয়ে উঠেছে দেশের অন্যতম এ স্থলবন্দরটি। বাংলাবন্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটিসহ ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত বন্দরের আমদানি রপ্তানির কার্যক্রম বন্ধ থাকার পর শনিবার থেকে সচল হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটিসহ ৮দিন বন্ধ থাকার পর শনিবার থেকে দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশের আমদানি-রপ্তানীকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার এন্ড অয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে ৬ মে পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টম সুপারেনটেনডেন্ট আব্দুর রাজ্জাক ও শহীদুল ইসলাম জানান, সরকারি ছুটিসহ ঈদুল ফিতরের এক সপ্তাহ ছুটির পর সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। পণ্য লোড আনলোডসহ সকল কার্যক্রম চলছে। তবে ঈদের ছুটিতে বন্দরের আমদানি-রপ্তানীর কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত ছিল। ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে ৮দিন বন্ধ থাকার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম চালু হয়েছে। তবে ছুটিতে আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট চালু ছিল। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন