১৪ অক্টোবর ২০২৫

বাংলাবান্ধা স্থলবন্দরে 'কাস্টমস দিবস' উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাবান্ধা স্থলবন্দরে 'কাস্টমস দিবস' উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে : সারা দেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে ২৬শে জানুয়ারি (রবিবার) আন্তর্জাতিক কাস্টম দিবস ২০২০অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ২৬শে জানুয়ারি শনিবার সকালে বাংলাবান্ধা শুল্ক স্টেশন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাংলাবান্ধা জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় শুল্ক স্টেশনে এসে শেষ হয়। বাংলাদেশসহ ওয়াল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্যভুক্ত ১৭৯ টি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। বর্ণাঢ্য র‌্যালি শেষে বাংলাবান্ধা স্থলবন্দর কৃতপক্ষের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজস্ব কর্মকর্তা সামসুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ও বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনে উপ-কমিশনার ফাহাদ আল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা রহমত আলী, সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, সহকারী রাজস্ব কর্মকর্তা আফতারুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম, ওসি এমিগ্রেশন মকছেদ আলী, সোনালী ব্যাংক তেঁতুলিয়া শাখার ম্যানজোর মামুন রশিদ, শাকিল মাহামুদ, নূর জাম্মান, লিপটন ও কাস্টমের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন