
নিউ জার্সি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন শহরে ‘বাংলাদেশ বুলেভার্ড’ নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। স্থানীয় বাংলাদেশি কাউন্সিলম্যান শাহিন খালিকের প্রস্তাবে গত স্বাধীনতা দিবসে প্যাটারসন সিটি কাউন্সিলে ইউনিয়ন এভ্যেনুটি ‘বাংলাদেশ বুলেভার্ড’ নামকরণের বিল পাস হয়।
গত শনিবার নামফলকটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এ উপলক্ষে সেখানে জমকালো কনসার্ট ও মেলার আয়োজন করা হয়। স্থানীয় সময় বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এ আনুষ্ঠানিকতা। এতে নিউ জার্সিপ্রবাসী ছাড়াও নিউ ইয়র্ক থেকেও অনেকে যোগ দেন। নামফলক উন্মোচনী সমাবেশে স্থানীয় কংগ্রেসম্যান, সিটি মেয়রসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউ ইয়র্কের কাছে প্যাটারসনে ১৫ হাজারের বেশি বাংলাদেশি বসবাস করে। এ শহরে এরই মধ্যে ‘জালালাবাদ স্ট্রিট’ নামকরণ হয়েছে জালালাবাদ মসজিদসংলগ্ন সড়কের। এ ছাড়া এ শহরে রয়েছে স্থায়ী একটি শহীদ মিনার।
প্যাটারসন সিটিতে বসবাসরত বাংলাদেশিদের মূলধারায় আরোহণে এ এক বিরাট স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন কাউন্সিলম্যান শাহীন খালিক। বিদ্যমান সব সুযোগ-সুবিধা যাতে প্রবাসীরা ভোগ করতে সক্ষম হয় সেই চেষ্টাই তিনি করছেন বলে জানান তিনি।’
তিনি আরো বলেন, ‘প্যাটারসন সিটিতে প্রবাসী বাংলাদেশিসহ সবার নিরাপত্তা, সড়ক সম্প্রসারণ, তরুণদের বিনোদনের প্রসার, খেলাধুলার ব্যবস্থা, পাবলিক স্কুলে হালাল খাদ্য চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে পাইলট প্রকল্পের আওতায় চলতি শিক্ষাবর্ষে দুটি স্কুলে হালাল খাদ্য সরবরাহ করা হয়েছে। সামনের শিক্ষাবর্ষে মুসলমান ছাত্র-ছাত্রী রয়েছে এমন সব স্কুলেই এ কর্মসূচি চালু হবে। মসজিদগুলোতে মাইক থেকে আজান দেওয়ার বিধি করার চেষ্টা করা হচ্ছে।’ এ ছাড়া পাবলিক স্কুলে বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টাও চালানোর কথা জানিয়েছেন তিনি।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]