১৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১১:৫০ পিএম
বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি আজ

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশ এবং পাকিস্তান নারী ক্রিকেট দল বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হচ্ছে। নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের প্রতিপক্ষ পাকিস্তান। শ্রীলংকার রাজধানী কলম্বোর  প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

 

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়ে গেছে গত পরশু। বৃষ্টি বিঘ্নিত উদ্বোধনী ম্যাচে ৫৯ রানে শ্রীলংকাকে হারায় ভারত। গতকাল দ্বিতীয় ম্যাচে ৩২৬ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ডকে ৮৯ রানে হারায় অস্ট্রেলিয়া।

গত এপ্রিলে মহা নাটকের পর দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে টিকিট পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরে বাছাইপর্ব থেকে প্রায় ছিটকেই পড়েছিল নিগার সুলতানার দল।

তবে সেদিনই পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নেট রান রেটের হিসাব মেলাতে ব্যর্থ হওয়ায় সূক্ষ্মতম ব্যবধানে বিশ্বকাপে উঠে যায় বাংলাদেশ।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ৫০ ওভারের বিশ্বকাপ অভিষেকে বাংলাদেশ ওই একটি ম্যাচই জিতেছিল। ওই একটি জয়েই আট দলের বিশ্বকাপে সপ্তম হয়েছিল বাংলাদেশ। পাকিস্তানও জিতেছিল একটি ম্যাচ। তবে নেট রান রেটে এগিয়ে থাকাতেই পাকিস্তানের ওপরে থেকে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ।

এবার বাংলাদেশ স্বপ্ন দেখছে আরও ভালো করার। সেই স্বপ্ন সত্যি করতে আজ ম্যাচটি জিতে প্রথম কাজটা করে রাখতে হবে নিগারদের। আর সেই পথটা যে বন্ধুত্বকে শিকেয় তুলে রেখে করতে হবে, সেটি জানাই নিগারের।

র‌্যাংকিংয়ে পাকিস্তানের চেয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে মুখোমুখি লড়াইয়ে আবার ৮-৭ ব্যবধানে এগিয়ে পাকিস্তান 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন