১৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশের শীতার্তদের জন্য কম্বল পাঠাচ্ছে কানেকটিকাট প্রবাসীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশের শীতার্তদের জন্য কম্বল পাঠাচ্ছে কানেকটিকাট প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক: শীতের তীব্রতা সহ্য করতে না পেরে প্রতিবছরই বাংলাদেশে অনেক মানুষই প্রাণ হারাচ্ছে। অনেকেই ভুগছে কঠিন অসুখে। এসব অবহেলিত মানুষের কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের একদল প্রবাসী বাংলাদেশি শীতার্তদের সাহাযার্থে ৫ শত কম্বল দেশের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান উদ্যোক্তা হালিম আকবরের নেতৃত্বে গত রবিবার ম্যানচেস্টারে অনুষ্ঠিত এক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২/৩ দিনের মধ্যে দেশের ১১ শহরে ৫ শত কম্বল পৌঁছানো হবে। যেসব স্থানে কম্বল পাঠানো হচ্ছে- খুলনা, যশোর (সদর), চুয়াডাঙ্গা, গাংনি,পার্বতীপুর, ঈশ্বরদি, ঢাকা, বরিশাল, বাঘারপাড়া (যশোর), আলমডাঙ্গা ও দেবীগঞ্জ (পঞ্চগড়)। শীতার্তদের সাহাযার্থে সহায়তা প্রদানকারী বাংলাদেশিরা হলেন যথাক্রমে- মাসুদুর রহমান অপু, ড. তামিম আহমেদ, আশফাকুল তরফদার, আনোয়ার মন্ডল, শাহাজ ইসলাম,হালিম আকবর, আনোয়ার হোসেন হিমু, সোহেলুর রহমান স্বপন, সরকার মামুন, হারুন আহমেদ, জাহেদ চৌধুরী লিটন, শাহরিয়ার রহমান আরিফ, মোল্লা বাগাউদ্দিন পিয়াল, শফিউল আলম শফি, মীর সাব্বির আহমেদ, গোলাম কিবরিয়া, রেহানা নবী, নাসিমা পারভিন ও ছাবেদ সাথী। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন