বেবি নাজনীনকে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস অনলাইন : জিজ্ঞাসাবাদ শেষে বেবি নাজনীনকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির’র নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় ও সংগীতশিল্পী বেবী নাজনীনকে রাজধানীর কাকরাইল থেকে আটক করে ডিবি।
আটকের প্রায় একঘন্টা জিজ্ঞাসাবাদ করে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সংগীতশিল্পী বেবী নাজনীনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব মতিঝিল জোনের এসি আতিক।
বেবী নাজনীনকে ছেড়ে দেওয়া হলেও বিএনপির আরেক নেত্রী নিপুণ রায়কে পল্টন থানার নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানিয়েছেন ডিবি কর্মকর্তা। এর আগে পল্টন থানার নাশকতার তিন মামলায় বিএনপির ৩৮ নেতা-কর্মীকে ৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া ২৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ।
বাংলাপ্রেস/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস