নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর সাবেক সভাপতি মোহাম্মদ বেলালের শাশুড়ি এবং সঞ্চিতা বেলাল রুপার মা মালেকা রহমান মারা গেছে। গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিউ ইয়র্কের একটি সেবাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (আমরা তো আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। একই দিনে মরহুমার নামাজে জানাজা শেষে নিউ জার্সির মুসলিম কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
মালেকা রহমানের মৃত্যুতে ম্যাসাচুসেটসের বোস্টন ও নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে আসে শোকের ছায়া। বোস্টন ভিত্তিক সামাজিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রয়াত মালেকা রহমান ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে এসে বসবাস শুরু করেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর সাবেক সভাপতি মোহাম্মদ বেলালের শাশুড়ি এবং সঞ্চিতা বেলাল রুপার মা।
প্রয়াত মালেকা রহমানের বড় ছেলে ইফতেখার রহমান স্বপন ২০২০ সালের ৬ জুলাই অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে বোস্টনের পার্শ্ববর্তী শহর মেডফোর্ডে নিজ বাসভবনে মৃত্যু মৃত্যু বরণ করেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]