
বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার বিকল্প মির্জা ফখরুল প্রার্থী


বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বগুড়া-৬ আসনে প্রার্থী হচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিএনপির একাধিক সুত্র। খালেদা জিয়ার মনোনয়ন ইতোমধ্যে এই আসনে জমা দেয়া হয়েছে। সাথে এখন মির্জা ফখরুলের মনোনয়নও জমা দেয়া হবে। বগুড়া-৬ আসন থেকে এর আগে খালেদা জিয়া টানা তিনবার (৯৬, ২০০১ এবং ২০০৮) এমপি নির্বাচিত হয়েছিলেন। এবারও তার নামে দলীয় মনোনয়ন কেনা হয়েছিল এই আসনসহ ফেনী ও বগুড়ার আরো দুটি আসনে।
তবে ২ বছরের বেশি দণ্ডপ্রাপ্ত কারো পক্ষে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই- গতকাল উচ্চ আদালতের এমন আদেশের পর খালেদা জিয়ার বদলে অন্যদেরকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিএনপি। সে অনুযায়ী মির্জা ফখরুল বগুড়া-৬ আসনে এবং দলের সিনিয়র নেতা আব্দুল আউয়াল মিন্টু ফেনী-১ আসনে নির্বাচন করবেন।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা



.jpg)