১৪ অক্টোবর ২০২৫

বহিস্কারাদেশ প্রত্যাহারে প্রবাসী সালমার পরিবারে স্বস্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বহিস্কারাদেশ প্রত্যাহারে প্রবাসী সালমার পরিবারে স্বস্তি
সাবেদ সাথী, হার্টফোর্ড থেকে: যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত যাবার আদেশ স্থগিত হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছে প্রবাসী বাংলাদেশি সালমা রেজা সিকান্দার ও তার পরিবার। দেড় যুগ পর অবৈধ অভিবাসীর কালিমামুক্তি পেয়ে স্বস্তিতে ঘুমাচ্ছেন তারা। নিউ ইয়র্কের স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশে ফেরত যাবার কথা ছিল সালমার।ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)'র  উক্ত আদেশের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিসহ মূলধারার রাজনীতিবিদরা। ফলে ২৯ ঘন্টা আগে বুধবার বিকেল চারটার দিকে সালমার বহিস্কারাদেশ বাতিল করতে বাধ্য হন আইসিই। পরদিন বৃহস্পতিবার দুপুরে সালমার পাঁয়ে লাগানো জিপিএসযুক্ত বেড়ি খুলে দেওয়া হয়েছে। ১৯৯৯ সালে ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেনসালমা।ভিসার মেয়াদ শেষ হবার পর আর দেশে ফিরে যাননি।দীর্ঘ ১৯ বছর ধরে অবৈধ অভিবাসীর কালিমা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশি সালমা রেজা সিকান্দার। যুক্তরাষ্ট্রে ছেলে জন্ম নেবার পর তিনি তার ছেলের দেখাশোনা করার জন্য এদেশের থাকার জন্য একটি কষ্টের আবেদন করেন।সালমার ১৭ বছর বয়সী ছেলে সামির মাহমুদ স্থানীয় কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।আগামী ২৭ আগষ্ট সোমবার থেকে তার ক্লাশ শুরু হবে কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেনের বাসিন্দা সালমাকে ২৩ আগষ্ট বৃহস্পতিবার জেএফকে বিমান বন্দর থেকে বিমান টিকেটসহ দিনক্ষণ নির্ধারন করে দিয়েছিল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।কিন্তু প্রবাসীদের বিক্ষোভ, প্রতিবাদ আর স্থানীয় মার্কিন রাজনীতিবিদের জোর প্রচেষ্টার ফলে সালমার বাংলাদেশে ফেরত যাবার নির্দেশ বাতিলের দাবিতে কানেকটিকাটের প্রবাসী বাংলাদেশিসহ হিউম্যান রাইটস প্রতিনিধিরা ইউএস কোর্টের সামনে দু’দফায় বিক্ষোভ ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।শেষে গত মঙ্গলবার বিকেলে ৪টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সালমা কানেকটিকাটের হার্টফোর্ড শহরে ইউএস কোর্ট হাউসের সামনে ৪১ ঘন্টার অনশন ধর্মঘট শুরু করেন সালমার পরিবার ও হিউম্যান রাইটসের প্রতিনিধিরা। বুধবার দুপুর ২টার দিকে ডিপার্টমেন্ট অব জাষ্টিস বিভাগের বোর্ড অব ইমিগ্রেশন আপিল (বিআইএ) সালমার যুক্তরাষ্ট্রে অবস্থান সংক্রান্ত আবেদন নাকচ করে দেন।এ খবর শুনে সালমার পরিবার, আন্দোলনকারী প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট মার্কিন রাজনীতিবিদরা বিচলিত হয়ে পড়েন।কিন্তু শেষ মূহুর্তে বিকেল চারটার দিকে সালমার বহিস্কারাদেশ বাতিল করে আরও এক বছর যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। আইসিই’র এই আদেশের খবর পেয়ে সালমার পরিবারসহ সকল প্রবাসীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন