
নিউ ইয়র্ক প্রতিনিধি:কড়া প্রহরা আর গোপনীয়তায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বই ‘ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস এন্ড ডেমোক্র্যাসি’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মেট্রো ওয়াশিংটন ডিসির প্রবাসী বিএনপি-জামাতের নেতাকর্মিদের সহযোগিতায় স্বল্প সংখ্যক দর্শকের উপস্থিতিতে সুরেন্দ্র সিনহার উক্ত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
মাত্র ১০/১২ জন দর্শকের উপস্থিতিতে ‘ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস এন্ড ডেমোক্র্যাসি’ মোড়ক উন্মোচন করেন উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম।জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের খবর পেয়ে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থলে উপস্থিত হলেও আমন্ত্রনপত্র না থাকায় তাদেরকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেয়া হয়নি।
মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, সহ-সভাপতি আনোয়ার হোসাইন, জুয়েল বড়ুয়া ও যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ ও মেরিল্যান্ড ষ্টেট আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে ঢূকতে না পারলেও তারা হলের বাইরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]