১৪ অক্টোবর ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে নেতা কর্মীদের হত্যার বিচার করা হবে: হারুন অর-রশিদ এমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিএনপি ক্ষমতায় গেলে নেতা কর্মীদের হত্যার বিচার করা হবে: হারুন অর-রশিদ এমপি
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: বিএনপি ক্ষমতায় গেলে নেতা কর্মীদের হত্যার বিচার করা হবে, অবৈধ্য সরকার ক্ষমতায় এসে জ্বালানী তেলর মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্যের সীমাহীন উর্ধ্বগতি, পুলিশের গুলিতে বিএনপি’র নেতাকর্মীদের হত্যা করে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন, বিএনপি’র যুগ্ন মহাসচিব এমপি হারুন অর-রশিদ। তিনি বলেন, দীর্ঘ নয় মাস মরণপণ যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কারো দালালি বা তাবেদারী করতে এ দেশ স্বাধীন করা হয় নাই। কিন্তু আওয়ামীলীগ সরকার আমাদের সোনার বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক রেখেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ডোমার উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সব কথা বলেন দলের যুগ্ন মহাসচিব এমপি হারুন অর-রশিদ। শনিবার বিকাল ৪টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মী ডোমার থানা সংলগ্ন জুটমিল মাঠে সমাবেশে অংশগ্রহন করেন। সাবেক ছাত্র নেতা ও জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রায়হানুল হক প্রধান ইউসুফের নেত্রীত্বে উপজেলা মোড় থেকে, উপজেলা যুবদলের সভাপতি ইফতেখারুল আলম তিতুমির, সাধারণ সম্পাদক শাহিন আলম শান্ত’র নেত্রীত্বে ডোমার বাসস্ট্যান্ড হতে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে স্থলে যোগ দেয়। উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে রংপুর বিভাগের বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, দিনাজপুর পৌর সভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, ডোমার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ধসঢ়;ফর আলী, সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ বসুনিয়া সজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, সদস্য সচিব রইছুল আলম প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি , দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, হামলা মামলা করে হয়রানী সহ ভোলা জেলায় ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন