
বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোট নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি


বাংলাপ্রেস অনলাইন : জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দল অংশ নিবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি জোট। শনিবারের বৈঠকেও নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে মিশ্র মতামত দিয়েছেন শরিকরা।
জোটের বৈঠক শেষে কয়েকজন নেতা এসব তথ্য জানিয়েছেন। তাঁরা বলেন, আজকের বৈঠকে আগামী নির্বাচনে যাওয়া বা না যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সব দল নিজেদের মতামত দিয়েছে। চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে আরো এক-দুইদিন সময় লাগবে। কয়েকটি শরিক দল জানিয়েছে, বিএনপি নির্বাচনে অংশ নিলে তারাও অংশ নেবে। এছাড়াও নির্বাচনে অংশ নিলে পরবর্তী অবস্থা কেমন হবে আর না নিলে কেমন হবে এসব বিষয়ে সবাই নিজেদের মতামত তুলে ধরেছেন।
এছাড়া ২৩ দলীয় জোট যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নিজ নিজ দলীয় প্রতীকে অংশ নেবেন জোটের শরিকরা। তবে যাদের দলের নিবন্ধন নেই তাঁরা জোটগতভাবে ধানের শীষ প্রতীকে অংশ নেবে।
বিষয়টি নিশ্চিত করে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, আমি ও আমার দল নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেব। এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৬টার পরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩ দলীয় জোটের বৈঠক শুরু হয়। বৈঠকে ২৩ দলীয় জোটের নেতাদের মধ্যে জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার তাসমিয়া প্রধান, খেলাফত মজলিসের মাওলানা ইসহাক, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সাম্যবাদী দলের কমরেড সাঈদ আহমেদ, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, জমিয়তে উলামায়ে ইসলামের নূর হোসেন কাসেমী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুর রকিব প্রমুখ উপস্থিত।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা



.jpg)