১৪ অক্টোবর ২০২৫

বিএনপির মানসিকতা ছোট হলেও ড. ইনামের নয় : অর্থমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপির মানসিকতা ছোট হলেও ড. ইনামের নয় : অর্থমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাসায় গিয়ে আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির প্রার্থী ড. ইনাম আহমদ চৌধুরী। এ প্রসঙ্গে আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘বিএনপির মন মানসিকতা ছোট, কিন্তু ইনাম আহমদ চৌধুরীর মন মানসিকতা এতো ছোট নয়।’ আজ শুক্রবার দুপুরে নগরীর টিলাগড় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রীর সাথে বিএনপির প্রার্থী ড. ইনাম আহমদ চৌধুরীর দেখা করার প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের দুই পরিবারের মধ্যে তিন প্রজন্মের সম্পর্ক রয়েছে তার ধারাবাহিকতায় দেখা করেছেন ইনাম আহমেদ। আমাদের এ সম্পর্ক কখনই কাটবেনা।’ গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীর সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার সাথে মূলত বিএনপি নেতাকর্মী আটকের বিষয়েই কথা হয়েছে।’ নির্বাচনের পরিবেশ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো। সুন্দর পরিবেশেই ভোট গ্রহণ সম্পন্ন হবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইনাম আহমদ নগরীর ধোপাদিঘীরপাড়ে হাফিজ কমপ্লেক্সে অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এসময় সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী, অর্থমন্ত্রীর অনুজ একে আব্দুল মোমেনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন