১৪ অক্টোবর ২০২৫

বিএনপির মনোনয়ন পেলেন যারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপির মনোনয়ন পেলেন যারা

বাংলাপ্রেস, ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের হাতে সোমবার সকাল থেকে মনোনয়নের চিঠি দেয়া শুরু হয়েছে। কৌশলগত কারণে কোনো কোনো আসনে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

এখন পর্যন্ত ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নের চিঠি যারা হাতে পেয়েছেন: নোয়াখালী-৫: ব্যারিস্টার মওদুদ আহমদ। রংপুর-১: মোকাররম হোসেন সুজন। রংপুর-২: ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী। রংপুর-৩: মোজাফফর আহমেদ ও রিতা রহমান। রংপুর-৪: এমদাদুল হক ভরসা। রংপুর-৫: সোলাইমান আলম ও ডা. মমতাজ। রংপুর-৬: সাইফুল ইসলাম। রাজশাহী-১: ব্যারিস্টার আমিনুল হক ও আজহারুল হক। রাজশাহী-২: মিজানুর রহমান মিনু ও সাইয়িদ হাসান। রাজশাহী-৩: মতিউর রহমান মন্টু ও শফিকুল হক। রাজশাহী-৪: আবু হেনা ও আব্দুল গফুর। রাজশাহী-৫: নাদির মোস্তফা ও নজরুল মণ্ডল। নওগাঁ-১: সালেক চৌধুরী ও মোস্তাফিজুর রহমান। নওগাঁ-২: শামসুজ্জোহা খান ও খাজা নজিবুল্লাহ চৌধুরী। নওগাঁ-৩: রবিউল আলম বুলেট ও পারভেজ আরেফিন সিদ্দিকী। নওগাঁ-৪: শামসুল আলম প্রামাণিক ও ডা. একরামুল বারী টিপু। নওগাঁ-৫: জাহেদুল ইসলাম ধলু ও নাজমুল হক সনি। নওগাঁ-৬: আলমগীর কবির ও শেখ রেজাউল ইসলাম রেজু। চাঁপাইনবাবগঞ্জ-১: মোঃ শাহজাহান মিয়া ও বেলালি বাকি ইদ্রিসি। চাঁপাইনবাবগঞ্জ-২: মোঃ আনোয়ারুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ-৩: আব্দুল ওয়াহেদ ও হারুণ অর রশিদ। ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও-২: ২০ দলীয় জোটের জন্য নির্ধারিত। ঠাকুরগাঁও-৩: জাহিদুল ইসলাম। কুড়িগ্রাম-১: আবুল হাসনাত কায়কোবাদ। কুড়িগ্রাম-২: আবুবকর সিদ্দিক। কুড়িগ্রাম-৩: আব্দুল খালেক ও তাজভিরুল ইসলাম। কুড়িগ্রাম-৪: আজিজুর রহমান ও মোখলেসুর রহমান। বরগুনা-১: মতিউর রহমান তালুকদার ও নজরুল ইসলাম মোল্লা। বরগুনা-২: নুরুল ইসলাম মনি। পটুয়াখালী-১: আলতাফ হোসেন চৌধুরী। পটুয়াখালী-২: সুরাইয়া আখতার চৌধুরী, শহীদুল আলম তালুকদার ও সালমা আলম। পটুয়াখালী-৩: হাসান মামুন ও মো. শাহজাহান। পটুয়াখালী-৪: এবিএম মোশাররফ হোসেন ও মনিরুজ্জামান মুনির। ভোলা-২: হাফিজ ইব্রাহিম ও রফিকুল ইসলাম মনি। ভোলা-৩: হাফিজউদ্দিন আহমেদ ও কামাল হোসেন। ভোলা-৪ : নাজিমউদ্দিন আলম ও মো. নুরুল ইসলাম। বরিশাল ১: জহিরউদ্দিন স্বপন, আবদুস সোবহান। বরিশাল-২: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সরফুদ্দিন আহমেদ সান্টু ও শহিদুল হক জামাল। বরিশাল-৩: জয়নুল আবেদীন, সেলিমা রহমান। বরিশাল-৪: মেজবাহ উদ্দিন ফরহাদ ও রাজীব আহসান। বরিশাল-৫: মজিবর রহমান সারোয়ার ও এমাদুল হক চাঁন। বরিশাল-৬: আবুল হোসেন খান ও রশিদ খান। ঝালকাঠি-১: শাহজাহান ওমর। ঝালকাঠি-২: রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জেবা খান। পিরোজপুর-৩ : রুহুল আমিন দুলাল ও শাহজাহান মিয়া। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন