
বিজয় শোভাযাত্রা করবে ঐক্যফ্রন্ট


বাংলাপ্রেস ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বিকালে ঢাকায় বিজয় শোভাযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপির নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নজরুল ইসলাম খান জানিয়েছেন, “আমরা জাতীয় ঐক্যফ্রন্টের একটা সভা করে দুটি বিষয় আমরা সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উপযাপন করব।
১৪ ডিসেম্বর সকাল ৮টায় আমরা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। ১৬ ডিসেম্বর সকাল ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাব। সেখান থেকে ফিরে বিএনপির প্রোগ্রাম আছে- শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করব। বিকাল ৩টায় আমরা মহানগর বিজয় দিবসের র্যালি করব। এটি হবে শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও বর্ণাঢ্য।
বিজয় দিবস উপলক্ষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের কার্যালয় এবং পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে আলোকসজ্জা করা হবে বলে জানান তিনি।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পাশে জামায়াত আমির, ১ লাখ টাকা অনুদানের ঘোষণা


কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা

