১৩ অক্টোবর ২০২৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন ৬ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০২:৩০ পিএম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন ৬ জন

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে ছয় পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেনসবাই জেলাবিভাগের প্রতিনিধি। এ তালিকায় রয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবরও, যিনি এবারই প্রথম ক্রিকেট পরিচালনায় সম্পৃক্ত হচ্ছেন।

২৩ পরিচালকের মধ্যে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পরিচালক নির্বাচিত হয়েছেন সংশ্লিষ্টরা। খুলনা বিভাগ থেকে আগেই নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক আবদুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান। বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেট থেকে রাহাত সামস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রামে একটি মনোনয়নপত্র প্রত্যাহারের ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর এবং আহসান ইকবাল চৌধুরী।

বিসিবি নির্বাচনে তিন ক্যাটাগরিতে মোট ৫০ জন প্রার্থী ছিলেন। তবে শেষ দিনে ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেনএছাড়া আদালতের নিষেধাজ্ঞার কারণে ১৫ ক্লাব কাউন্সিলরের মধ্যে একজনের প্রার্থীতা বাতিল হয়েছেফলে মোট প্রার্থীর সংখ্যা নেমে এসেছে ৩৩ এ।

ক্যাটাগরি তিন থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা ও বিভাগ থেকে মীর হেলাল ও তৌহিদ তারেক সরে দাঁড়িয়েছেন। তারা সবাই তামিম ইকবাল ও বিএনপি সমর্থিত ছিলেন।

সবচেয়ে বেশি প্রার্থীতা প্রত্যাহার হয়েছে ক্লাব ক্যাটাগরি থেকে, একযোগে ১২ প্রার্থী সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে প্রিমিয়ার লিগের দুটি ক্লাব মোহামেডান ও শাইনপুকুর কাউন্সিলরও রয়েছেন। এ ছাড়া নিষিদ্ধ ক্লাবের কাউন্সিলর হওয়ায় ইফতেখার রহমানের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

এখন ক্লাব ক্যাটাগরিতে টিকে আছেন মাত্র ১৬ প্রার্থী, যেখানে নির্বাচিত হবেন ১২ জন। এর মধ্যে বসুন্ধরা গ্রুপ সমর্থিত ক্লাবের প্রার্থী রয়েছেন পাঁচজন। তবে তামিমপন্থী কাউন্সিলররা ভোট বর্জন করার আভাস দিয়েছেন।

 

বিপি/টিআই

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন