
বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদানকারী কানেকটিকাটের চিকিৎসক সাইদুর রহমান মারা গেছেন


নিজস্ব প্রতিবেদক: কানেকটিকাট অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের কাছে জনপ্রিয় ও সুপরিচিত চিকিৎসক সাইদুর রহমান মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ( আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আল্লাহর কাছেই ফিরে যাব)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
ডা. সাইদুর রহমান কানেকটিকাটের ব্রিস্টলের বাসিন্দা ছিলেন। ব্রিস্টল হসপিটাল অব সেন্ট্রাল কানেকটিকাটসহ এলাকার একাধিক হাসপাতালে কর্মরত ছিলেন।
ডা. সাইদুর রহমান কানেকটিকাটের একজন ইন্টারনিস্ট এবং চিকিৎসা ক্ষেত্রে ৫৫ বছরের বেশি অভিজ্ঞ ছিলেন রয়েছে। তিনি ১৯৬৮ সালে ঢাকা মেডিকেল কলেজ / ঢাকা থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ব্রিস্টল হাসপাতাল এবং ওয়াটারবেরি হাসপাতালের সঙ্গেও যুক্ত ছিলেন। ডা. সাইদুর রহমান লাহোর মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
প্রয়াত ডা. সাইদুর রহমান দীর্ঘদিন বিনামুল্যে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর স্বাস্থ্যসেবা প্রদান করেছেন। তাঁর মৃত্যুতে কানেকটিকাট অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।
আগামীকাল শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) বাদ জুমা ম্যানচেস্টারের বায়তুল মামুর মসজিদের তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন




যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়

