১৩ অক্টোবর ২০২৫

বিসিবির সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক-ফাহিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৪১ এএম
বিসিবির সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক-ফাহিম

 


বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে আবারও সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতির দুই পদে দায়িত্ব নিতে যাচ্ছেন আরেক সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং খ্যাতিমান ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম।

আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বিসিবির নির্বাচন। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে আরও দুইজন পরিচালক নির্বাচিত হবেন। নির্বাচনের ফলাফল ঘোষিত হয় সন্ধ্যা ৬টার দিকে।


ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। ক্লাব পর্যায়ের ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ।


সবকিছু ঠিক থাকলে এই তিনজনই পাচ্ছেন বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদ। সভাপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। অন্যদিকে সহ-সভাপতির দুই পদে প্রার্থী হয়েছেন ফারুক ও ফাহিম-তাদের নির্বাচিত হওয়াও প্রায় নিশ্চিত।

সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবালসহ ২১ জন পরিচালক প্রার্থী। তাদের অনুপস্থিতিতেই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ে।

বিসিবি নির্বাচনে তিনটি ক্যাটাগরি ও কয়েকটি বিভাগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে ই-ভোট ও স্বশরীরে ভোটের মিশ্রণ দেখা গেছে।

ক্যাটাগরি-২ (ক্লাব পর্যায়)

মোট ভোটার: ৭৬

ই-ভোট: ৩৪

স্বশরীরে ভোট: ৯

ভোট দেননি: ৩৩

ক্যাটাগরি-৩

মোট ভোটার: ৪৫

ই-ভোট: ৫

স্বশরীরে ভোট: ৩৭

ভোট দেননি: ৩

রাজশাহী বিভাগ

মোট ভোট: ৯

ই-ভোট: ৬

স্বশরীরে ভোট: ১

ভোট দেননি: ২

রংপুর বিভাগ

মোট ভোট: ৯

ই-ভোট: ৩

স্বশরীরে ভোট: ২

ভোট দেননি: ৪

ক্যাটাগরি অনুযায়ী নির্বাচিত পরিচালক

ক্যাটাগরি–১

আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান খান, হাসানুজ্জামান, রাহাত সামস, শাখাওয়াত হোসেন।

ক্যাটাগরি–২

ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী, ইফতেখার রহমান মিঠু।

ক্যাটাগরি–৩

খালেদ মাসুদ পাইলট (৩৫ ভোট)

প্রতিদ্বন্দ্বী ছিলেন দেবব্রত পাল, যিনি পেয়েছেন ৭ ভোট।

প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। তিনি ২০২১ সালেও নির্বাচনে অংশ নিয়েছিলেন, তবে রাজশাহী বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। এবারে তিনি ক্যাটাগরি-৩ থেকে জয়লাভ করে বোর্ডে নিজের জায়গা নিশ্চিত করেন।

এনএসসি কোটা থেকে নির্বাচিত হয়েছেন-

এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

ক্যাটাগরি-১ জেলা-বিভাগ কোটা থেকে নির্বাচিত হয়েছেন-

চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর।

খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান।

ঢাকা বিভাগ- নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল।

বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন।

সিলেট বিভাগ- রাহাত শামস।

রাজশাহী- মোখলেসুর রহমান।

রংপুর- হাসানুজ্জামান।

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন