
বিশ্বজয়ী অনূর্ধ্ব-১৯ দল ২ বছরের জন্য চুক্তিবদ্ধ



বাংলাপ্রেস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি জয়ী দলের অনেকেই আর থাকতে পারছেন না অনূর্ধ্ব-১৯ দলকে। ভবিষ্যত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই দলের বড়জোর তিনজন ক্রিকেটার খেলতে পারবেন। সে কারনেই আকবর আলীর দলকে নিয়ে নতুন পরিকল্পনা করেছে বিসিবি।
বাংলাদেশ ক্রীড়া ইতিহাসে সর্বোচ্চ সাফল্য পাওয়া দলটিকে নিয়ে অনূর্ধ্ব-২১ ক্রিকেট দল গঠনের ঘোষনা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
ট্রফি জয়ী দলের ঢাকা প্রত্যাবর্তনের পর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষনাই দিয়েছেন বিসিবি সভাপতি-'আমরা এতোদিন বয়স ভিত্তিক বেশ ক'টি দল গঠন করেছি। কিন্তু অনূর্ধ্ব-১৯ এর বয়স ভিত্তিক দল সেভাবে ছিল না। তাই আমরা এই দলটিকে নিয়ে অনূর্ধ্ব-২১ দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।'
বয়স ভিত্তিক কোন দলের ক্রিকেটাররা বেতনভুক্ত নন। তবে অনূর্ধ্ব-১৯ দল সর্বোচ্চ ট্রফি জয় করায় এই দলটির সকল ক্রিকেটারের সঙ্গে আগামী ২ বছরের জন্য বিসিবি চুক্তিবদ্ধ হচ্ছে।এই ২ বছর প্রতি মাসে ১ লাখ টাকা করে বেতন পাবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা। এ ঘোষনা দিয়েছেন বিসিবি সভাপতি-' অনূর্ধ্ব-১৯ দলের কেউ যেনো হারিয়ে না যায়, তাহলে আমরা ওদের সঙ্গে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছি। এই ২ বছর প্রতিমাসে ১ লাখ টাকা করে বেতন পাবে ওরা। তবে এখানে এক বছর পর পারফরমেন্সের মূল্যায়ন করা হবে। কেউ যদি পারফর্ম করতে ব্যর্থ হয়, তাহলে সে বাদ পড়বে।'
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



-68eb25d6635b2.jpg)
-68eb58c4c0835.jpg)
