১৪ অক্টোবর ২০২৫

বিশ্বকাপের চূড়ান্তপর্বে বাংলার বাঘিনীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বিশ্বকাপের চূড়ান্তপর্বে বাংলার বাঘিনীরা
বাংলাপ্রেস অনলাইন: মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সালমা বাহিনী। আগামী নভেম্বরে ১০ দলের এই বিশ্বকাপের চূড়ান্তপর্ব অনুষ্ঠিত হবে। স্কটিশদের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাঘিনীরা। শামিমা সুলতানা (২২) ও আয়েশা রহমান (২০) ৫১ রানের ভালো একটি উদ্বোধনী জুটি এনে দিয়েছিলেন। তবে এরপরই ধ্বস নামে। পরবর্তী ১১ রানের মধ্যেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। এতে রানের গতি কমে আসলেও নিগার সুলতানা এক প্রান্ত আগলে রেখেছিলেন। সেই সুবাদে বাংলাদেশ ১২৫ রান করে। ইনিংস সর্বোচ্চ ৩১ রান করে নিগার সুলতানা। জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্যে খেলতে নামলেও স্কটল্যান্ড আশা জাগানিয়া কিছু করতে পারেনি। নির্ধারিত ওভার শেষে সাত উইকেটে ৭৬ রানেই থামে স্কটিশ নারীরা। ব্রাইস সর্বোচ্চ ৩১ রান করেন। রুমানা ও নাহিদা দুটি করে উইকেট নেন। আগামী ১৪ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে ওঠা দু’দলই বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলবে। বাংলাপ্রেস/ইউএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন