নিজস্ব প্রতিবেদক: দেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বন্যাদুর্গত বিভিন্ন এলাকার বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। গত তিনদিন ধরে বিভিন্ন বাংলাদেশি সংগঠনসহ সমবেত প্রবাসীরা নিউ ইয়র্কসহ বড় বড় শহরের রাস্তায় দাঁড়িয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছে।
জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রায় শতাধিক সংগঠন ও ব্যক্তিগত প্রতিষ্ঠান বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। তারা সরাসরি মাঠে নেমে কেউ কেউ গো ফান্ড ও জেল-এর মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন। এ পর্যন্ত তারা অর্ধ লক্ষাধিক ডলার সংগ্রহ করেছেন বলে খবর পাওয়া গেছে। সংগৃহিত এসব অর্থ অনেকেই সরাসরি প্রধান উপদেষ্টার হিসাব নম্বরে পাঠাবেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি শহরের রাস্তায় দাঁড়িয়ে প্রবাসীরা বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছেন বলে জানা গেছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]