১৪ অক্টোবর ২০২৫

বৈষম্যমূলক আচরণের’ কারণে অবসরের কথা ভাবছে পাকিস্তানের হাফিজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বৈষম্যমূলক আচরণের’ কারণে অবসরের কথা ভাবছে পাকিস্তানের হাফিজ

বাংলাপ্রেস অনলাইন : পাকিস্তান ক্রিকেট বোর্ডের ( পিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকায় ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে অবনমন হওয়ায় অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছে বলে জানা গেছে । ডন নিউজ টিভির রিপোর্টে এ কথা বলা হয়েছে।

দীর্ঘ দিন যাবত পিসিবির কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যটাগরিতে ছিলেন ৩৭ বছর বয়সী হাফিজ । তবে গতকাল ঘোষিত কেন্দ্রীয় চুক্তির পরিবর্তিত তালিকায় থাকা ছয় জনের মধ্যে হাফিজের জায়গায় উঠতি তারকা বাবর আজমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।বিষয়টি ভালভাবে নেননি হাফিজ। তার ঘনিস্ট একটি সুত্র জানিয়েছে এই ‘বৈষম্যমূলক আচরণের’ কারণে তিনি বেশ হতাশ এবং যে কারণে ‘তিনি খেলা অব্যাহত রাখতে নাও পারেন।’

তিনি বলেন, ‘কেন্দ্রীয় চুক্তিতে হাফিজ স্বাক্ষর করবেন না।’সম্ভবত ‘বৈষম্যমূলক’ আচরণের বিশ্বাস যোগ্যতা হিসেবে সূত্রটি স্মরণ করিয়ে দেয় যে, গত মাসে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচে হাফিজকে বাদ দেন কোচ মিকি আর্থার।সূত্রটি আরো জানায়, ‘এরপর পঞ্চম ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় হাফিজ।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন