
বোলিংয়ে সেরা সাকিব, ব্যাটিংয়ে মুশফিক


বাংলাপ্রেস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে আফগানিস্তান। আজ শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আবুধাবিতে পঞ্চাশ ওভারের ক্রিকেটে নিজেদের ফিরে পেতে মরিয়া আফগানরা। বাংলাদেশ ধরে রাখতে চায় জয়ের ধারা।হাড্ডাহাড্ডি সেই লড়াইয়ের আগে জেনে আসা যাক—দুই দলের কে কোথায় এবং কারা সেরা
দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ ৩৩৪/৫, লাহোর, ২০২৩
আফগানিস্তান ৩৩১/৯
চট্টগ্রাম, ২০২৩
দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ ১১৯, আবুধাবি, ২০১৮
আফগানিস্তান ১২৬, চট্টগ্রাম, ২০২৩
সবচেয়ে বেশি রান
বাংলাদেশ ৪৬০, মুশফিকুর রহিম
আফগানিস্তান ৪৪৯,
রহমানউল্লাহ গুরবাজ
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ ১৩৬, লিটন দাস
চট্টগ্রাম, ২০২২
আফগানিস্তান ১৪৫, গুরবাজ, চট্টগ্রাম, ২০২৩
সবচেয়ে বেশি ছক্কা
বাংলাদেশ ৭, মাহমুদউল্লাহ
আফগানিস্তান ২০, গুরবাজ
সর্বোচ্চ জুটি
বাংলাদেশ ২০২, মুশফিকুর ও লিটন, চট্টগ্রাম, ২০২২
আফগানিস্তান ২৫৬, গুরবাজ ও জাদরান, চট্টগ্রাম, ২০২৩
সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ ৩০, সাকিব আল হাসান
আফগানিস্তান ২৪, রশিদ খান
সেরা বোলিং
বাংলাদেশ ৫/২৯, সাকিব, সাউদাম্পটন, ২০১৯
আফগানিস্তান ৬/২৬, আল্লামা গজনফার, শারজা, ২০২৪
সবচেয়ে বেশি ডিসমিসাল
বাংলাদেশ ২৩, মুশফিকুর
আফগানিস্তান ৬, মোহাম্মদ শেহজাদ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



-68eb25d6635b2.jpg)
-68eb58c4c0835.jpg)
