১৪ অক্টোবর ২০২৫

বোষ্টন প্রবাসী বাংলাদেশি বৌদ্ধদের বাংলা নববর্ষ উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বোষ্টন প্রবাসী বাংলাদেশি বৌদ্ধদের বাংলা নববর্ষ উদযাপন
বোষ্টন প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোষ্টনে বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশন পালন করেছে বাংলা নববর্ষ। গত শনিবার আর্লিংটন শহরের ম্যাসাচুসেটস এভ্যেনিউতে অনুষ্ঠিত হয় জমজমাট বর্ষবরণ। অনুষ্ঠান শুরুতেই সংগঠনের সভাপতি সুহাস বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ও সংঙ্গীতশিল্পী মংসাথুই চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, বাংলা বর্ষবরণ সকল ধর্ম বর্ণ গোত্রের এক মিলন উৎসব। আনন্দের বিষয় হচ্ছে বর্ষবরণের উৎসব এই বৈশাখী, বিযু বা সাংগ্রাই, আজ বিদেশের মাটিতেও উদযাপিত হচ্ছে যাতে প্রবাসের নতুন প্রজন্ম অংশ নিতে পারছে। তিনি বলেন, বাংলা বৎসরের প্রথম মাস ছিল অগ্রায়ন মাস, কিন্তু গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত বৈশাখ মাসকে সম্মান দেখিয়ে বাংলা বছরের প্রথম মাস হিসাবে বৈশাখ মাসকে গ্রহণ করা হয়েছিল। তিনি দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে প্রবাস প্রজন্মের নিকট পরিচিত করে তোলার লক্ষ্যে বোষ্টন বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশনের চলমান কার্যক্রমের প্রশংসা করে বলেন, আমিও আপনাদের একজন হয়ে এই সংগঠনের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য কাজ করে যেতে চাই। সভাপতি সুহাস বড়ুয়া বলেন, বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ চর্যাপদ দিয়ে শুরু হয়েছিল বাংলা সাহিত্যের ইতিহাস। পাহাড়পুর বৌদ্ধ বিহারের মহাজ্ঞানী বৌদ্ধ ভিক্ষুরা রচনা করেছিলেন প্রথম বাংলা সাহিত্য চর্যাপদ। পাহাড়পুর-সোমপুর, কুমিল্লার শালবন, নাগেশ্বর, ভারতের নালন্দা প্রভৃতি বাংলার তৎকালীন বৌদ্ধ বিহার আর বিশ্ববিদ্যালয় ধ্বংশ করেছিল বিদেশী দখলদার এবং দেশীয় দুষ্কৃতকারীরা কিন্তু সেই চর্যাপদ দিয়ে শুরু হওয়া বাংলা সাহিত্য আজ বিশ্ব জুড়ে বিকশিত, প্রতিষ্ঠিত এবং সমৃদ্ধ । সহ-সভাপতি প্রজয় বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাফট বিশ্ববিদ্যালয়ের প্রথম বৌদ্ধ ধর্মগুরু ভদন্ত প্রিয় রক্ষিত,সংগঠনের সাবেক সভাপতি তরুণ বড়ুয়া, সাবেক ব্যাংকার সুভাষ বড়ুয়া, বিমান বাংলাদেশ-এর দুবাই স্টেশান ম্যানেজার নিদান বড়ুয়া, বাসু বড়ুয়া, রঞ্জন তালুকদার,অতিথি ক্যাইচিং মারমা, সাবেক সভাপতি সৌমেন্দু বড়ুয়া, সাবেক সভাপতি দেবাশীষ বড়ুয়া, সাধারন সম্পাদক প্রবল বড়ুয়া, দীপন বড়ুয়া, তমাল বড়ুয়া ও সবুজ বড়ুয়া। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের সংগঠনের পক্ষ থেকে বিশেষ ক্রেষ্ট প্রদান করা হয়। নববর্ষ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানস্থল নানা রংয়ের দেশীয় নকশার হস্তশিল্প, কুঠির শিল্প ও চিত্রকর্মে দিয়ে সাজানো হয়। অনুষ্ঠান শুরু হয় রকমারী দেশীয় পিঠার সমারোহে আয়োজিত পিঠা উৎসবের মাধ্যমে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রধান অতিথি বিশিষ্ট সংঙ্গীতশিল্পী মংসাথুই চৌধুরী, তেজ তঞ্চঙ্গ্যা, কবিতা আবৃত্তি করেন নিদান বড়ুয়া , সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা রাজু বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগঠনের শিশু-কিশোর সহ সকল বয়সের সদস্য-সদস্যরা। নৃত্য পরিচালনায় ছিলেন শিল্পী লীমা বড়ুয়া।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন