
ছাবেদ সাথী: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোষ্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর আসন্ন নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের জন্য ৩টি প্যানেলের ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। গত শুক্রবার রাতে নির্বাচন কমিশন এ বিষয়টি নিশ্চিত করেছেন।তবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যাহার বা যাচাই বাছাইকালে কতটি মনোনয়নপত্র বাতিল হয়েছ তা পরিস্কার করে কিছুই উল্লেখ করেননি নির্বাচন কমিশন। তবে ধারনা করা হচ্ছে কেউই মনোনয়নপত্র প্রত্যাহার কিংবা যাচাই বাছাইয়ে কোন মনোনয়নপত্রই বাতিল হয়নি।
আগামী ৮ ও ৯ নভেম্বর শুক্রবার ও শনিবার দু'দিনব্যাপী বেইন-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৬ বছর পর এবারে তিনটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এ নিয়ে বোষ্টন প্রবাসীদের মাঝে টানটান উত্তেজনা দেখা দিয়েছে।
আগামী ৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং পরদিন ৯ নভেম্বর শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেডফোর্ডের মিষ্টিকভ্যালী এলাকার অ্যান্ড্রু মিডল স্কুলে অনুষ্ঠিত হবে এ নির্বাচন।
গত ২১ অক্টোবর ২০১৯ সোমবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহন করা হয়। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৭ অক্টোবর রবিবার এবং প্রত্যাহার প্রার্থিতা যাচাই বাছাই ছিল পরদিন ২৮ অক্টোবর ২০১৯ সোমবার। টানা ১০দিন পর নির্বাচন কমিশন ১৫টি পদের জন্য ৩টি প্যানেলের ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জনসম্মুখে প্রকাশ করেন। যা পরদিনই প্রকাশ করার কথা ছিল। এবারে বেইনের নির্বাচনে আসিফ-বিপু-রনি, খোকা–নবী-সামি ও মনিকা-ইয়ামিন-আবিদা এ ৩টি প্যানেলে ১৫টি পদের জন্য ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে।
আসিফ-বিপু-রনি পরিষদের প্রার্থীরা হচ্ছেন-আসিফ বাবু সভাপতি, ইমরান বাকী বিপু সহ-সভাপতি এবং শাহিদুল ইসলাম রনি সাধারন সম্পাদক পদে।
এছাড়াও তানভীর মুরাদ-যুগ্ম সাধারন সম্পাদক, আবু সাঈদ-কোষাধ্যক্ষ, মুন্না বড়ুয়া-সাংস্কৃতিক সম্পাদক, একরামুল পিজন-ক্রীড়া সম্পাদক, ফারজানা নিপা-জনকল্যান সম্পাদক,সুলতান আহসান-শিক্ষা বিষয়ক সম্পাদক, সাজ্জাদ হোসেন-গণ সংযোগ সম্পাদক এবং গোলাম মুর্তোজা, জাহিদুল ইসলাম মানিক, জাবেদ আফসার, মহুয়া আকতার বিউটি ও এমতিয়াজ উদ্দিন নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খোকা–নবী-সামি পরিষদের প্রার্থীরা হচ্ছেন-মাহাবুব-ই খোদা(খোকা) সভাপতি, আহামাদ নবী সহ-সভাপতি ও ওমর এফ সামি সাধারন সম্পাদক পদে।
এছাড়াও রাজিবুর রহমান-যুগ্ম সাধারন সম্পাদক, শহিদুল আলম-কোষাধ্যক্ষ, রেহানা পারভীন ইতি-সাংস্কৃতিক সম্পাদক, এসএম সাজ্জাদ হোসেন-ক্রীড়া সম্পাদক, খন্দকার আরিফুল হক-জনকল্যান সম্পাদক, সবুজ বড়ুয়া-শিক্ষা বিষয়ক সম্পাদক, নুর মোহাম্মদ-গণ সংযোগ সম্পাদক এবং হাসিবুর রহমান, নাটো বড়ুয়া, নুর মোহাম্মদ, নাহিদ আকতার ও ফরহাদ উদ্দিন নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনিকা-ইয়ামিন-আবিদা পরিষদের প্রার্থীরা হচ্ছেন মনিকা রহমান সভাপতি, ইয়ামিন রহমান সহ-সভাপতি এবং আবিদা বানু জনকল্যান সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, নিউ ইংল্যান্ডের ৬ অঙ্গরাজ্যজুড়ে বেইনের মোট ভোটারের সংখ্যা কত? তা এখনো প্রকাশ করেনি নির্বাচন কমিশন।
এবারে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মুসা শরীফ এবং সহকারি নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন উজ্জ্বল বড়ুয়া ও খসরু আলম।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]