১৪ অক্টোবর ২০২৫

বোষ্টনে বেইন নির্বাচন: খোকা-নবী-সামি নজর কেড়েছে প্রবাসীদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বোষ্টনে বেইন নির্বাচন: খোকা-নবী-সামি নজর কেড়েছে প্রবাসীদের
ছাবেদ সাথী, বোষ্টন: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোষ্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর আসন্ন নির্বাচনে ব্যাপক প্রচারনায় নেমেছেন খোকা-নবী-সামি পরিষদ। ইতোমধ্যে প্রবাসীদের নজরও কেড়েছে এ পরিষদ। নির্বাচন উপলক্ষ্যে আগামী শুক্রবার (১ নভেম্বর) পরিষদের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিব্য বেইন-এর দ্বিবার্ষিক নির্বাচনে তারা ১৫ সদস্য বিশিষ্ট পরিষদের মনোনয়োনপত্র জমা দিয়েছেন। পরিষদ থেকে ঘোষিত ইস্তাহারে নানা প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন এ পরিষদ। দীর্ঘদিন পর হলেও বেইন-এর আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও নতুন প্রজন্মের একঝাঁক তরুনদের নিয়ে গঠন করা হয়েছে খোকা-নবী-সামি পরিষদ। এ পরিষদের নেতৃত্বে থাকা প্রার্থীদের তালিকা ইতোমধ্যেই প্রবাসীদের নজর কেড়েছে। ফলে বেইনের প্রায় এক ডজন সাবেক কর্মকর্তা তাদেরকে সমর্থন জানিয়ে সরাসরি মাঠে নেমেছেন। রাতের ঘুম হারাম করে ম্যাসাচুসেটসের এক প্রান্ত থেকে অন্যে ছুটে গিয়ে প্রবাসীদের কাছে দোয়া চাচ্ছেন প্রার্থীরা। মেডফোর্ডের ম্যাকগ্লীন মিডলস্কুলে অনুষ্ঠিতব্য পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী সায়রা রেজাসহ স্থানীয় শিল্পীবৃন্দ। খোকা–নবী-সামি পরিষদের প্রার্থীরা হচ্ছেন-মাহাবুব-ই খোদা(খোকা) সভাপতি, আহামাদ নবী সহ-সভাপতি ও ওমর এফ সামি সাধারন সম্পাদক পদে। এছাড়া রাজিবুর রহমান-যুগ্ম সাধারন সম্পাদক, শহিদুল আলম-কোষাধ্যক্ষ, রেহানা পারভীন ইতি-সাংস্কৃতিক সম্পাদক, এসএম সাজ্জাদ হোসেন-ক্রীড়া সম্পাদক, খন্দকার আরিফুল হক-জনকল্যান সম্পাদক, সবুজ বড়ুয়া-শিক্ষা বিষয়ক সম্পাদক, নুর মোহাম্মদ-গণ সংযোগ সম্পাদক এবং হাসিবুর রহমান, নাটো বড়ুয়া, নুর মোহাম্মদ, নাহিদ আকতার ও ফরহাদ উদ্দিন নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন