১৪ অক্টোবর ২০২৫

বোষ্টনে বিএনপির বনভোজনে খালেদা জিয়ার জন্মদিন পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বোষ্টনে বিএনপির বনভোজনে খালেদা জিয়ার জন্মদিন পালন
বোষ্টন প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোষ্টনে বার্ষিক বনভোজনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেছেন নিউ ইংল্যান্ড বিএনপির নেতাকর্মিরা। দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত এ বনভোজনে দলের নেতাকর্মি ও তাদের পরিবারবর্গ ছাড়াও বোষ্টন ও পার্শ্ববর্তী কয়েকটি এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।নিউ ইংল্যান্ড বিএনপির আয়োজনে দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত উক্ত বনভোজনে প্রচুর সংখ্যক প্রবাসীর সমাগম ঘটে। বনভোজনের আকর্ষন ছিল শিশু-কিশোর ও বয়স্কদের নানা ধরনের খেলাধুলার ব্যবস্থা। নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আশরাফুল আলম টিটু্র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন দলের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি কাজী নুরুজ্জামান ও সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল। দেশের বর্তমান রাজনৈতিক দুরাবস্থার কথা উল্লেখ করে কারাবন্দি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান নিউ ইংল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি কাজী নুরুজ্জামান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বন্দি রেখে আওয়ামীলীগ সরকার জাতীয় নির্বাচন করার যে পাঁয়তারা করছেন বাংলার মানুষ তা কখনো বাস্তবায়ন হতে দেবে না। বিএনপির নেতাকর্মিদের উপর যেভাবে নির্যাতন ও অত্যাচার চালাচ্ছেন এর জাবাব তারা একদিন পাবেন।অবিলম্বে খালেদা জিয়াসহ সকল নেতাকর্মিদের মুক্তিসহ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, দেশের বর্তমান সরকারের জনপ্রিয়তা শুন্যের কোঠায়।সিলেটের মেয়র নির্বাচন থেকে আওয়ামীলীগের লজ্জা হওয়া উচিত। দেশে যে কোন নির্বাচন সুষ্ঠ ও অবাধ হলে আওয়ামীলীগ সেই নির্বাচনে জয়লাভ করতে পারবে না। কারন এই সরকারকে বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করে না।তারা পেশী শক্তি দিয়ে জোর করে ক্ষমতা আকঁড়ে ধরে আছে। অবিলম্বে খালেদা জিয়াসহ সকল নেতাকর্মিদের মুক্তি দাবি জানান তিনি। বিএনপির ডাকে সাড়া দিয়ে বনভোজনে আসার জন্য তিনি সকলকে অসংখ্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানের মাঝে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয়। খেলাধুলায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন সমাপ্ত করা হয়। নেতাকর্মিদের মধ্যে আব্দুল হক, আজাদ খান, আলী হায়দার মনসুর, মনিরুল ইসলাম, নিজাম উদ্দিন, মাহবুবুল রহমান ডিউক, আশরাফ উদ্দিন, গোলাম ফারুক, মোহাম্মদ খলিল, আব্দুল মতিন, সাজ্জাদ হোসেন, মেহেদি হাসান লিংকন ও আল আমিনসহ আরো অনেকে এ বনভোজনে উপস্থিত ছিলেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন