
বোস্টন প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। বোস্টন সংলগ্ন ক্যামব্রিজ শহরে ৩৬৪ রিঞ্জ এভ্যেন্যুতে আগামী ১৮ই আগষ্ট রবিবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ কর্মসূচির মধ্যে থাকবে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের নিহত সদস্য-সদস্যা সহ ১৫ই আগষ্টের কালো রাতে নিহত সকলের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত, জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ তথ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং নৈশ ভোজ।
জাতীয় শোক দিবসের পালনের লক্ষ্যে গত ৪ আগষ্ট রবিবার বোষ্টনের ১১৭৫ এ সোলজার ফিল্ড রোডে বিকেল ঐক্যবদ্ধ নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের আহবায়ক কমিটির এক সভা ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় শোক দিবস পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ওসমান গনি, মাহফুজুর রহমান, বিশ্বজিৎ সাহা, সুহাস বড়ুয়া, মিশা রহমান, অনুপম দেব, মোহাম্মদ শাহাবুদ্দিন, সিরাজুম মুনির, সালাহ উদ্দিন খান সৈকত,জিয়াউল হাসান, শহীদুল ইসলাম রনি, সাজ্জাদুর রহমান, মোহাম্মদ শহীদ, সবুজ বড়ুয়া।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে একটি মহলের উদ্দেশ্য মূলক গুজব রটনার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং প্রবাসে যাঁরা গুজব সৃষ্টি করছে এবং বিভ্রান্তিকর খবর প্রচার করছে তাদের তালিকা করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জাতীয় শোক দিবসের উক্ত অনুষ্ঠানে যোগদানের জন্য নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের সর্বস্তরের নেতা-কর্মী সমর্থকদের বিশেষ আমন্ত্রন জানানো হয়েছে।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]