১৩ অক্টোবর ২০২৫

ব্রাজিল দলে নেইমারের ফেরা নিয়ে এবার যা বললেন আনচেলত্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ব্রাজিল দলে নেইমারের ফেরা নিয়ে এবার যা বললেন আনচেলত্তি
বাংলাপ্রেস ডেস্ক:  নেইমার ব্রাজিল দলে নেই প্রায় দুই বছর হয়ে গেল। সবশেষ উইন্ডোয় তার ফেরার একটা সম্ভাবনা ছিল, তবে শেষ মুহূর্তে চোট তার পথ আগলে দাঁড়ায়। তবে নেইমার জানিয়েছিলেন, চোট নয়, অন্য কারণে তার জায়গা হয়নি। এ নিয়ে কম জলঘোলা হয়নি সে উইন্ডো শুরুর আগে।
সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা সর্বশেষ ব্রাজিলের জার্সি পরেন ২০২৩ সালের অক্টোবরে। ওই সময় গুরুতর হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়েছিলেন তিনি। এরপর থেকে বারবার চেষ্টা করেও মাঠে ফেরা হয়নি। আনচেলত্তি ইএসপিএন ব্রাজিলকে বলেন, ‘আমরা নেইমারকে কিভাবে খেলছে সেটা দেখার জন্য বসে থাকব না। সবাই তার প্রতিভা জানে। আধুনিক ফুটবলে প্রতিভা কাজে লাগাতে হলে খেলোয়াড়কে শারীরিকভাবে ফিট থাকতে হবে। যদি সে সেরা শারীরিক অবস্থায় থাকে, তবে জাতীয় দলে তার জায়গা পেতে কোনো সমস্যা হবে না।’ তিনি আরও বলেন, ‘সবারই চাওয়া নেইমার যেন জাতীয় দলে থাকে এবং ভালো শারীরিক অবস্থায় থাকে। আমি ওর সঙ্গে কথা বলেছি। আমি বলেছি, তোমার হাতে সময় আছে, সেরা প্রস্তুতি নাও। বিশ্বকাপে এসে দলকে সাহায্য করো যাতে তারা সেরাটা দিতে পারে।’ সৌদি আরবের আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর নেইমার মাঝে মাঝে নিজের ঝলক দেখিয়েছেন। তবে গত মাসে ভাস্কো দা গামার কাছে সান্তোসের ৬-০ গোলে হারার পর কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। আনচেলত্তি জানান, নেইমারকে তিনি মাঝমাঠের আক্রমণভাগে বা স্ট্রাইকার হিসেবে খেলাতে চান। তিনি বলেন, ‘আমি ওর সঙ্গে কথা বলেছি। সব পরিষ্কার। পরিকল্পনা একই আছে। সে বাইরে খেলতে পারবে না। আধুনিক ফুটবলে উইঙ্গারদের শারীরিক শক্তি থাকা খুব জরুরি। তবে আক্রমণভাগের মিডফিল্ডার হিসেবে ও কোনো সমস্যাই ছাড়াই খেলতে পারবে।’ আগামী বিশ্বকাপের আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে ব্রাজিল আগেই খেলার যোগ্যতা অর্জন করেছে। দলটির পরবর্তী ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, আগামী ১০ অক্টোবর সিউলে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন