১৩ অক্টোবর ২০২৫

ব্রাজিলে ফেরার আগে বার্সার শ্রেষ্ঠত্ব রিয়ালের হাতে তুলে দিলেন ভিনি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০১:৫৯ পিএম
ব্রাজিলে ফেরার আগে বার্সার শ্রেষ্ঠত্ব রিয়ালের হাতে তুলে দিলেন ভিনি

বাংলাপ্রেস ডেস্ক:   বিরতি শেষে ভিনিসিয়ুস জুনিয়র অবশেষে ফিরেছেন ব্রাজিল দলে। আসছে আন্তর্জাতিক উইন্ডোতে তাকে দেখা যাবে ব্রাজিলের জার্সিতে। তবে তার আগে শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন জোড়া গোল। আর তাতেই বার্সাকে সরিয়ে রিয়াল মাদ্রিদ চলে গেছে লা লিগার শীর্ষে। 

 

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লজ্জাজনক হারের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার লা লিগায় ভিয়ারিয়ালকে ৩–১ গোলে হারিয়ে আবারও শীর্ষে ফিরেছে কোচ জাবি আলনসোর দল। জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধটা ছিল হতাশায় ভরা। সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি রিয়াল। বিরতিতে যাওয়ার সময় দর্শকদের দুয়োও শুনতে হয় খেলোয়াড়দের। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার মোড় ঘুরিয়ে দেন ভিনিসিয়ুস। বিরতি থেকে ফেরার মাত্র ৯০ সেকেন্ড পরই গোল করেন তিনি।

কিলিয়ান এমবাপ্পের পাস থেকে বল পেয়ে বাম দিক থেকে কেটে ভেতরে ঢুকে শট নেন ভিনিসিয়ুস। তার শটটি ভিয়ারিয়ালের সান্তি কোমেসানার গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়। গোলরক্ষক আরনাউ তেনাসের কোনো কিছু করার ছিল না।

৬৯ মিনিটে আবারও আলোচনায় আসেন ভিনিসিয়ুস। বক্সে রাফা মারিনের ফাউলে পড়ে গেলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। নিজেই সেই পেনাল্টি নিয়ে নিচু শটে জালে পাঠান বল।

তবে ভিয়ারিয়ালও থেমে থাকেনি। জুড বেলিংহাম গোলের সুযোগ হাতছাড়া করার কয়েক সেকেন্ড পরই ব্যবধান কমান জর্জেস মিকাউতাদজে। জর্জিয়ার এই ফরোয়ার্ড থিবো কোর্তোয়ার বিপরীতে নিচু শটে বল জালে পাঠান।

তবে ৮০ মিনিটে ম্যাচের মোড় আবার রিয়ালের দিকে ঘুরে যায়। ভিয়ারিয়ালের ফুলব্যাক সান্তিয়াগো মুরিনো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পড়ে দলটি। তিন মিনিট পর ব্রাহিম দিয়াজের পাস থেকে এমবাপ্পে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন।

তবে ম্যাচের শেষ দিকে এমবাপ্পের চোট পাওয়ায় কিছুটা ভাটা পড়ে রিয়ালের জয়ের আনন্দে।

আট ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এখন লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। অন্যদিকে ভিয়ারিয়াল ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন