
বস্তিবাসীর জন্য ঘর তৈরির প্রতিশ্রুতি শেখ হাসিনার


বাংলাপ্রেস অনলাইন: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে ক্ষমতায় আসতে পারলে রাজধানীর বস্তিবাসীর জন্য অ্যাপার্টমেন্ট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান ২ নম্বরের ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকারের অবদানের কথা তুলে ধরনে শেখ হাসিনা। এ সময় তিনি আরো বলেন, আধুনিক রাজধানী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জনগণকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান।
নৌকা মার্কায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দুর্নীতি করতে ক্ষমতায় আসে না। সন্ত্রাস-জঙ্গিবাদী দল হিসেবে বিএনপিকে চিহ্নিত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এলে এতিমের টাকাও নিরাপদ নয়।
বিপি/ শাকিলা
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পাশে জামায়াত আমির, ১ লাখ টাকা অনুদানের ঘোষণা


কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা
