১৪ অক্টোবর ২০২৫

বউ পেটানোর অভিযোগে দূতাবাসকর্মিকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বউ পেটানোর অভিযোগে দূতাবাসকর্মিকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ
নিউ ইয়র্ক প্রতিনিধি: বউ পেটানোর অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে বহিস্কারের আদেশ পেয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের অফিস সহকারী দেলোয়ার হোসেন। স্ত্রীকে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। আজ রবিবার তার দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দেলোয়ার হোসেন দুই বছর আগে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে যোগ দিয়েছিলেন। তিনি ঢাকায় পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসে তৃতীয় শ্রেণির কর্মচারী ছিলেন। তাকে স্ত্রীসহ যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলা হয়েছে। প্রসঙ্গত, পারিবারিক কলহের জের ধরে দেলোয়ারের বিরুদ্ধে তার স্ত্রী যুক্তরাষ্ট্রের পুলিশের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের সত্যতা পেয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ দূতাবাসও একটি তদন্ত কমিটি গঠন করে এবং অভিযোগের সত্যতা খুঁজে পায়। পরে স্বামী-স্ত্রী দুজনেই বিরোধ মিটিয়ে ফেলেছে বলে মুচলেকা দেয়। কিন্তু এ ঘটনা প্রমাণিত হওয়ার পর যুক্তরাষ্ট্র সরকার তাদেরকে সেদেশে থাকতে দিতে সম্মত হয়নি। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন