১৩ অক্টোবর ২০২৫

চাকরি গেলেও কৌশল পরিবর্তন করবেন না আমোরিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
চাকরি গেলেও কৌশল পরিবর্তন করবেন না আমোরিম
বাংলাপ্রেস ডেস্ক:  ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ের পরও নিজের কোচিং দর্শন থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ কোচ রুবেন আমোরিম। বলছেন, যদি ক্লাব তার দর্শনে বিশ্বাস হারায়, তাহলে ‘মানুষ বদলাতে হবে’। এই মৌসুমে এটি ইউনাইটেডের তৃতীয় হার। প্রিমিয়ার লিগে দুইটি এবং কারাবাও কাপের লিগ টু দল গ্রিমসবির বিপক্ষে এক হার।সর্বশেষ ম্যানচেস্টার ডার্বিতে হারের পর কোচকে ফর্মেশন পরিবর্তনের দাবি নিয়ে প্রশ্ন করা হলে আমোরিম স্পষ্ট জানিয়ে দেন, তিনি তার পছন্দের ৩-৪-৩ কৌশলেই অটল থাকবেন। হারের পর যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে ইউনাইটেডের খারাপ ফলাফল পর এখন ফর্মেশন পরিবর্তনের দাবি করছে কি না, আমোরিম জানিয়ে দেন, তিনি তার কৌশল পরিবর্তন করবেন না। বলেন, ‘আমি আমার কৌশল পরিবর্তন করব না। যদি তারা (ইউনাইটেড কর্তৃপক্ষ) পরিবর্তন চায়, তাহলে মানুষ বদলাতে হবে।আমি আমার কৌশলে খেলব যতক্ষণ না আমি নিজেই পরিবর্তন করতে চাই।’ আমোরিম আরো যোগ করেন, ‘আমি সবকিছু বুঝতে পারছি। এটি স্বাভাবিক (ভক্তরা বিশ্বাস হারাচ্ছেন), কিন্তু আমি এটা মেনে নেব না যে আমরা উন্নতি করছি না। আমরা উন্নতি করছি, কিন্তু ফলাফল তা দেখাচ্ছে না।রেকর্ডই সবকিছু বলে। আমি বুঝতে পারছি। আমার বার্তা হলো, আমি সবকিছু করব। আমি সর্বোচ্চ চেষ্টা করব। সিদ্ধান্ত আমার হাতে নয়।আমি আমার সর্বোচ্চ দেব। আমি ভক্তদের চেয়ে বেশি কষ্ট পাচ্ছি।’আগামী শনিবার ইউনাইটেড চেলসির বিপক্ষে মাঠে নামবে। ওই ম্যাচে হারলে আমোরিমের ওপর চাপ আরো বাড়বে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন