ছাত্রদলের সমাবেশ শহীদ মিনারের বদলে শাহবাগে, কৃতজ্ঞতা এনসিপির

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম


সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এনসিপি। গতকাল দুপুরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে বলেন, ‘আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সমাবেশের স্থান পরিবর্তন করায় বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি এনসিপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’ তিনি লিখেছেন, ‘পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


রাজনীতি
কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস



.jpg)