১৪ অক্টোবর ২০২৫

ছাত্রদলের সমাবেশ শহীদ মিনারের বদলে শাহবাগে, কৃতজ্ঞতা এনসিপির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ছাত্রদলের সমাবেশ শহীদ মিনারের বদলে শাহবাগে, কৃতজ্ঞতা এনসিপির
বাংলাপ্রেস ডেস্ক:  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সমাবেশের স্থান পরিবর্তন করেছে। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হওয়ার কথা ঘোষণা করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সমাবেশটি শাহবাগে অনুষ্ঠিত হবে। বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানান।তিনি বলেন, ‘আমরা শহীদ মিনারে সমাবেশের জন্য প্রথম ঘোষণা দিয়েছিলাম এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও পেয়েছিলাম। তাই আমরাই এই স্থানে সমাবেশ করার বৈধ দাবিদার। তবে গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী সংগঠন হিসেবে এনসিপির অনুরোধের প্রতি সম্মান জানিয়ে আমরা সমাবেশের স্থান শাহবাগে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি।’ পূর্বঘোষিত কর্মসূচি শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে সরিয়ে নিয়ে এনসিপিকে ‘কাঁটার পরিবর্তে ফুল’ দিয়েছেন বলে মন্তব্য করেছেন রাকিব।
তিনি বলেন, ‘আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানেই করতে পারতাম; কিন্তু আমরা কাঁটার পরিবর্তে ফুল দিলাম। আমরা উসকানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম।’ছাত্রদলের সভাপতি বলেন, ‘এই স্থান পরিবর্তনের ফলে রাজধানীর সড়কে কোনো ভোগান্তি সৃষ্টি হলে আমরা নগরবাসীর কাছে আগাম ক্ষমা চাইছি। আশা করি, এই দিনের তাৎপর্য ও আমাদের এই উদার সিদ্ধান্ত নগরবাসী বিবেচনায় নেবেন।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ছাত্রদলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এনসিপি। গতকাল দুপুরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে বলেন, ‘আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সমাবেশের স্থান পরিবর্তন করায় বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি এনসিপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’ তিনি লিখেছেন, ‘পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন