১৪ অক্টোবর ২০২৫

ছেলে সন্তানের মা হলেন টিউলিপ সিদ্দিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ছেলে সন্তানের মা হলেন টিউলিপ সিদ্দিক

বাংলাপ্রেস,ঢাকা : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক ছেলে সন্তানের মা হয়েছেন। ছেলের নাম রাখা হয়েছে রাফায়েল মুজিব সেন্টজন পার্সি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল নয়টা ৫৯ মিনিটে লন্ডনের হ্যাম্পস্টেডের রয়্যাল ফ্রি হসপিটালে সিজারের মাধ্যমে তিনি সন্তান প্রসব করেন।

হ্যাম্পস্টেড ও কিলবার্ন থেকে নির্বাচিত লেবার পার্টির এই সংসদ সদস্য গণমাধ্যমকে এক বিবৃতিতে এসব কথা জানিয়ে বলেন, রাফায়েলকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে আমি ও আমার স্বামী ক্রিস পার্সি গর্বিত। আমাদের সন্তানের খুব ভালো যত্ন নেয়ার রয়্যাল ফ্রি হসপিটালের ডাক্তার, নার্স, দাই এবং কর্মীদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

টিউলিপের সিজার হওয়ার কথা ছিল আগামী ৪ ফেব্রুয়ারিতে। কিন্তু ডায়াবেটিসসহ কিছু জটিলতা দেখা দেয়ায় চিকিৎসকরা সিজারের তারিখ এগিয়ে ১৪ বা ১৫ জানুয়ারিতে করার পরামর্শ দেন। কিন্তু তাদের সঙ্গে কথা বলে আরও দুদিন পিছিয়ে ১৭ জানুয়ারি(বৃহস্পতিবার) সিজার করার অনুরোধ জানান তিনি।

ব্রেক্সিট চুক্তির ওপর ভোটাভুটিতে অংশগ্রহণের কারণেই তিনি তার সন্তান জন্মদানের তারিখ পেছান। এই বিষয়ে তিনি বলেন, আমার ছেলে একদিন পর পৃথিবীতে এলেও যদি ইউরোপ ও যুক্তরাজ্যের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ার ভালো সুযোগ আসে, তবে তাই হোক।

অন্তঃসত্ত্বা টিউলিপ হুইল চেয়ারে হাউজ অব কমন্সে যান। যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইলের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, তাকে বহনকারী হুইলচেয়ারটি একজন ঠেলছেন। এসময় কয়েকজনের সঙ্গে তাকে কথা বলতেও দেখা যায়। পার্সি ও টিউলিপ দম্পতির আজালিয়া নামের একটি মেয়ে আছে। তাদের এই প্রথম সন্তানের জন্ম হয় ২০১৬ সালে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন