-68ed3a37ee5f5.jpg)
সন্ধ্যায় হংকংয়ের বিপক্ষে লড়াই
জামালদের চোখ তিন পয়েন্টে


বাংলাপ্রেস ডেস্ক: নতুন ম্যাচ নতুন স্বপ্ন। বৃহস্পতিবার ঢাকায় এএফসি এশিয়ান গ্রুপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে নিজেদের হোম ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলেও শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছে ৩-৪ ব্যবধানে। এবার হংকংয়ের মাঠে ফিরতি ম্যাচ।
হংকংয়ের ছাদঢাকা শীতাতপ নিয়ন্ত্রিত ৫০ হাজার আসনের কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
হামজা চৌধুরী আসার পর বদলে যাওয়া বাংলাদেশ দল আরও পুষ্পিত ও পল্লবিত হয়েছে কানাডা প্রবাসী শমিত সোম, ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম ও ইংল্যান্ড প্রবাসী জায়ান আহমেদ যুক্ত হওয়ায়।
হোম ম্যাচের শুরুতেই হামজার দৃষ্টিনন্দন ফ্রি কিকে লিড নেওয়া বাংলাদেশ একসময় ১-৩ গোলে পিছিয়ে পড়েও ৩-৩ ব্যবধানে সমতা এনেছিল। কিন্তু ম্যাচের একেবারে অন্তিমলগ্নে গোল হজম করে হতাশার হারে ডুবতে হয়।
ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিবর্তন এনে কোচ হাভিয়ের কাবরেরা নিজের ভুলের প্রায়শ্চিত্ত করলেও শুরুর একাদশ বাছাইয়ে তার ভুল পরিকল্পনা হারের জন্য দায়ী বলে মনে করেন ফুটবলসংশ্লিষ্টরা।
এদিকে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘পারফরম্যান্সের বিচারে গোলরক্ষক মিতুল মারমা খুবই নির্ভরযোগ্য ও ধারাবাহিক। বিশেষ করে বল বিল্ড-আপ বা আক্রমণে সাহায্য করার ক্ষেত্রে। গোলপোস্টে সে সবসময় বিশ্বস্ত। আমরা মিতুল মারমার পারফরম্যান্স এবং মান নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী।’
কাবরেরা বলেন, ‘বিকল্প খেলোয়াড়দের গুরুত্ব কম নয়। আমরা সব সময় চাই তারা মাঠে নেমে খেলার গতিপথ বদলাতে সাহায্য করুক। আগের ম্যাচে তারা সেটা খুব ভালোভাবে করেছে। এবার জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব। সামনে এগিয়ে যেতে আমাদের তিন পয়েন্ট পেতেই হবে।’
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68ed3a37ee5f5.jpg)




-68eb25d6635b2.jpg)