
শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: মৃদু শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশায় পঞ্চগড়ের দেবীগঞ্জে আবারও জেঁকে বসেছে শীত। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিম বাতাস ও ঘনকুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
রাত যত গভীর হয় ততই গুড়ি গুড়ি বৃষ্টির ফোটার মত কুয়াশা ঝড়েছে। শীতের কাপড়ের অভাবে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন রাস্তার পাশে খড়—কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতে অনেক দরিদ্র ও নিম্ন আয়ের মানুষগুলো বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেনা। ফলে তারা চরম দুভোর্গে পড়েছে।
তারা দ্রুত সরকারী—বেসরকারী সহায়তা চেয়েছেন। এদিকে বিকেল হতেই বইছে হিম বাতাস সেই সাথে বাড়ছে তীব্র শীত। সন্ধ্যা নামতেই দেবীগঞ্জে বাজারে মানুষের আনা—গোনা
কমে যায়। আজ (বুধবার) সকালে ঘনকুয়াশা থাকার কারণে দেবীগঞ্জে বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহানগুলোকে চলাচল করতে দেখা গেছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ইনচার্জ মোঃ রাসেল শাহ জানিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েকদিন থেকে তাপমাত্রা উঠা—নামা করছে। আজ বুধবার (২৬ জানুয়ারী) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]