
দীপিকা-রণবীরের কোমর জড়ানো নৃত্যের ভিডিও ভাইরাল

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম


বাংলাপ্রেস ডেস্ক: কপিল শর্মা এবং গিনি চাথরাথের মুম্বাই রিসেপশন ছিল ২৪ ডিসেম্বর, সোমবার। জে ডব্লিউ ম্যারিয়টে বসে কপিল-গিনির দ্বিতীয় রিসেপশনের আসর। সেই রিসেপশনে হাজির হন বলিউডের অন্যতম সেরা জুটি রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। গোলাপী রঙের শাড়ির সঙ্গে ভারি গয়না পড়ে কপিলের রিসেপশনে হাজির হন দীপিকা। অন্যদিকে রণবীর সিং-এর পরনে ছিল নীল রঙের সুট। জে ডব্লিউ ম্যারিয়টে কপিল-গিনির রিসেপশনে হাজির হয়ে ‘ডান্স ফ্লোরে’ যেন আগুন জ্বালিয়ে দিলেন এই জুটি। রিসেপশন পার্টিতে কখনও রণবীর সিং-এর কোমর জড়িয়ে নাচতে দেখা যায় দীপিকাকে। আবার কখনও দীপিকাকে আঁকড়ে ধরে নাচতে শুরু করেন রণবীর। সেই ভিডিও সোশ্যাল সাইডে শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





