
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বৃষ্টিকে উপেক্ষা করে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৯ বছর পর আনন্দ উৎসব এবং উদ্দীপনার মধ্য দিয়ে এবং বর্ণাঢ্য আয়োজনে ডোমার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ্যাড. মনোয়ার হোসেন সভাপতি ও শহিদ আহম্মেদ শান্তু সাধারণ সম্পাদক।
রবিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ডোমার মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রথমার্ধের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। উপজেলা আ্য়ঁড়ঃ;লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া সাবেক এমপি ও কার্যকরী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, এ্যাডভোকেট সফুরা বেগম রুমি সাবেক এমপি ও কার্যকরী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, আফতাব উদ্দিন সরকার এমপি মাননীয় সংসদ সদস্য নীলফামারী (০১ ডোমার ডিমলা) সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সাবেক ছাত্রলীগ নেতা ব্যারিষ্টার ইমরান চৌধুরী জনি, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন। শেষে জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এ্যাড. মনোয়ার হোসেন সভাপতি ও শহিদ আহম্মেদ শান্তু কে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা দেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]