১৫ অক্টোবর ২০২৫

দেশ থেকে অর্থপাচারের প্রতিবাদে কানাডায় বাংলাদেশিদের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশ থেকে অর্থপাচারের প্রতিবাদে কানাডায় বাংলাদেশিদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থ পাচার করে যারা কানাডা সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে বিলাসবহুল জীবন যাপন করছেন, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে কানাডার প্রবাসী বাংলাদেশিরা সমাবেশ এবং মানববন্ধন করেছে। রবিবার স্থানীয় সময় বিকাল ৪টায় টরেন্টোর বাঙালি পাড়া বলে খ্যাত ড্যানফোর্থে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হিমাঙ্কের নিচে তাপমাত্রা উপেক্ষা করে প্রচুর সংখ্যক লোক উপস্থিত হয়ে দেশের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে নানা শ্লোগান দেন। কালো টাকার মালিকদের কানাডায় প্রতিহতের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানান। এ ব্যাপারে বক্তারা দূতাবাসকে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহনের আহবান জানান। আয়োজকরা বলেন, ‘কঠোর পরিশ্রমে অর্জিত অর্থ প্রবাসীরা বাংলাদেশে পাঠান। কিন্তু কতিপয় দুর্বৃত্ত, লুটেরা, দুর্নীতিবাজ ব্যক্তি দেশের অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে গিয়ে নিজেদের জন্য অভয়ারণ্য গড়ে তুলছেন। তাদের বিরুদ্ধে আমরা টরন্টো থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো।’ এক সংক্ষিপ্ত সমাবেশে আহমেদ হোসেন বলেন, ‘বাংলাদেশকে উজাড় করে জনগণের কষ্টার্জিত টাকা এনে এক শ্রেণির লুটেরা কানাডায় এসে বেগমপাড়া গড়ে তুলছে, নগদ টাকায় মিলিয়ন ডলারের বাড়ি কিনছে, লোক দেখানো ব্যবসা করছে, মূলত তারা দুই দেশেরই ক্ষতিই করছে। তাই আমরা বিদেশে অবস্থান করেও এই দুর্নীতির প্রতিবাদ করছি।’ মোহাম্মদ বাশার বলেন, ‘এরা শত শত, হাজার হাজার কোটি টাকা কানাডায় পাচার করে রাজকীয় জীবন যাপন করছে। এজন্য দেশে-বিদেশে আন্দোলন গড়ে তোলা জরুরি। আমরা টরেন্টো থেকেই সেই ডাক দিয়েছি। আমাদের ডাকে সাড়া দিয়ে টরেন্টোর বাইরে থেকেও দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও দূর-দূরান্তের প্রবাসীরা সমাবেশে যোগ দিয়েছেন।’ জানা যায়, একই স্থানে দু’টি পৃথক সমাবেশ একত্রিত হয়ে মানবন্ধন করে। একটি ছিলো সাংস্কৃতিককর্মীদের, অন্যটি ছিলো অন্টারিও আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সমাবেশ। এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিটিভির সাবেক সংবাদ পাঠিকা আসমা আহমেদ মাসুদ, নাট্যকার আহমেদ হোসেন, সাংবাদিক সওগাত আলী সাগর, বাকসুর সাবেক ভিপি ফায়েজুল করিম, কবি দেলোয়ার এলাহী, আবৃত্তিকার হীমাদ্রী রায়, সাবেক ছাত্র নেতা মন্জুরে খোদা তরিক, আবুল বাশার, আজকাল সম্পাদক মাহবুবুর রহমান রনি, ড. সুরভী সাঈদ, জোটন তরফদার, অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাসুদ আলি লিটন, সহ-সভাপতি ফায়েজুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই সুমন, দেলোয়ার হোসেন দুলাল, আকরামুল ইসলাম, বিপ্লব, জিয়াউল আহসান চৌধুরী, কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমেদ মুক্তা, আমরুল ইসলাম, জোটন তরফদার, প্রচার সম্পাদক জসীম উদ্দিন, আব্দুস সালাম বাংলাদেশ ছাত্রলীগ কানাডা শাখার সলাপতি ওবায়দুর রহমান, শাকিল আহমেদ, রাজিবুল ইসলাম, এমরুল ইসলাম (ইমরুল) মো. হামিদ ঝুটন তপাদার, মাহবুব চৌধুরী, ইলিয়াস, আসাদ আহমেদ নিশু ও খালেদ সাইফুল্লাহসহ আরো অনেকেই। উল্লেখ্য,দেশের অর্থ পাচার পাচারকারীদের বিরুদ্ধে আগামী ২৪ জানুয়ারি, শুক্রবার টরন্টোর বাঙালি অধ্যুষিত ডেনফোর্থ অ্যাভিনিউ এলাকার মিজান কমপ্লেক্স মিলনায়তনে এই বিক্ষোভের ডাক দিয়েছেন সেখানকার প্রবাসীরা। ‘লুটেরা রুখো, স্বদেশ বাঁচাও’ স্লোগান নিয়ে এই বিক্ষোভ সমাবেশ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। এই স্লোগান ব্যবহার করে একটি ফেসবুক ইভেন্টও খুলেছেন তারা। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন