১৪ অক্টোবর ২০২৫

দেয়ালে ব্যালটপেপার টাঙিয়ে কানেকটিকাটে প্রবাসী বাংলাদেশিদের ভোট!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
দেয়ালে ব্যালটপেপার টাঙিয়ে কানেকটিকাটে প্রবাসী বাংলাদেশিদের ভোট!
হার্টফোর্ড প্রতিনিধি: ভোট কেন্দ্রের বাহিরে বড় আকারের ব্যালটপেপার টাঙিয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার চাঞ্চল্যকরে খবর পাওয়া গেছে। কোন প্রার্থীর কোথায় অবস্থান তা ভোটারদের জানানোর জন্য দু’দিন আগেই ফাঁস হয়ে যায় গোপন ব্যালটপেপার।গত ১৩ অক্টোবর শনিবার বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর নির্বাচনে অঙ্গরাজ্যব্যাপী চারটি কেন্দ্রেই এ ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ব্যালটপেপার ইংরেজি শব্দ এর বাংলা আভাধানিক অর্থ ভোটপত্র কিংবা গোপনে ভোটদানে ব্যবহৃত কাগজ বা টিকিট। কিন্তু গত শনিবার কানেকটিকাট বাক-এর সভাপতি পদের নির্বাচনে সেই গোপনে ভোটদানে ব্যবহৃত কাগজ আর গোপন থাকেনি।কতিপয় অসাধু নির্বাচন কমিশনের কর্মকর্তার যোগসেসাজ ফাঁস হয়ে পড়ে ব্যালটপেপার। তিনজন সভাপতি প্রার্থীর মধ্যে শুধুমাত্র হেলাল-আজিজ পরিষদের সভাপতি প্রার্থী ময়নুল হক চৌধুরী হেলাল চারটি কেন্দ্রেই তার প্রতিনিধিদের বসার স্থানে ব্যানারের উপরে বড় আকারের ব্যালটপেপার টাঙিয়ে কেন্দ্রে আগত ভোটারদের প্রার্থীর নাম ও ছবি দেখিয়ে দিয়ে প্রকাশ্যেই টিকচিহ্ন দিতে বলেন বলে ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়টি ম্যানচেস্টার কেন্দ্রে দায়িত্বরত মার্কিন এটর্নি ও বাক এর নির্বাচন কমিশনের সদস্যের কাছে অভিযোগ করেও ফল পাননি প্রতিদ্বন্দ্বি অপর প্রার্থী সাদ চৌধুরী বাবু (স্বতন্ত্র)। তিনি অভিযোগ করে বলেন, এটা কি ধরনের ভোট। কেন্দ্র দখলের মতো তারা গায়ের জোরে যা ইচ্ছে তাই করছে। তিনি বলেন, পৃথিবীর কোথাও দেখেছেন ব্যালটপেপার বড় করে প্রিন্ট করে বাহিরে টাঙানো হয়। এমন ঘটনা জীবনে প্রথম দেখেছেন বলে উল্লেখ করেন সাদ চৌধুরী বাবু।বিষয়টি তিনি মার্কিন এটর্নি ও বাক এর নির্বাচন কমিশনের সদস্য জেরেমি ডোনেলি’র কাছে তাৎক্ষনিক অভিযোগ করেছেন।এ ঘটনাটিকে নির্বাচনী আচরনবিধি লংঘন বলে উল্লেখ করেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এতেই বোঝা যায় যে ভোট গ্রহণের দু’দিন আগেই ব্যালটপেপার ফাঁস হওয়ার ঘটনাটি পূর্বপরিকল্পিত। এ ঘটনার সঙ্গে নির্বাচন কমিশনের কেউ জড়িত আছেন বলে তিনি উল্লেখ করেন। চারটি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে হেলাল পেয়েছেন ৬শ ৪৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাদ চৌধুরী বাবু (স্বতন্ত্র) পেয়েছেন ২শ ৪টি ভোট। অপর আরেকজন প্রার্থী আনোয়ার হোসেন হিমু (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ায় তার ব্যালটে কোন ভোট পড়েনি। ১৩ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাক-এর ৮শ ৮৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে চারটি কেন্দ্রে নতুন তালিকাভুক্ত ৪২৯ জন ভোটারসহ মোট ভোটারের সংখ্যা ছিল ৩ হাজার ৬শ ৬২ জন।মোট ভোটারের ২৪ দশমিক ২ শতাংশ ভোট গ্রহণ হয়েছে এবারের নির্বাচনে। এদিকে, স্বাক্ষর বিহীন ইমেইলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ড. এনায়েত তালুকদারসহ অপর দুই সদস্য এটর্নি এন্ড্রু কোহেন ও এটর্নি জেরেমি ডোনেলি তড়িঘড়ি করেই একটা সাদামাটা ফলাফল ঘোষনা করেছেন। সেই ফলাফলে বিস্তারিত কোন তথ্য প্রকাশ করা হয়নি।মোট ভোট গ্রহণের সংখ্যা, কেন্দ্রভিত্তিক ফলাফল, বাতিল ভোটের পরিমাণ ও অন্যান্য বিষয়াদি উল্লেখ না করেই শুধুমাত্র দুই প্রার্থীর প্রাপ্ত ভোট উল্লেখ করে ইমেইলে ফল প্রকাশ করেন। ভোট গণনার স্থানও গোপন রাখা হয়। নির্বাচন পর্যবেক্ষণ বা ভোট গ্রহণ চলাকালীন সময় গণমাধ্যম কর্মিদের প্রবেশাধিকার নিষেধ করে দেওয়া হয়। এমনকি দুই প্রার্থীর একজন করে প্রতিনিধি নিয়ে গোপন স্থানে বসে ভোট গনণা করা হয়। সেখানেও সংবাদকর্মিদের প্রবেশ নিষেধ করা হয়।যা বিশ্বের ভোটাভুটির ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে। এদিকে, ওয়ালিংফোর্ড কেন্দ্র থেকে প্রধান নির্বাচন কমিশনার ড. এনায়েত তালুকদার ও বাক-এর সাবেক সভাপতি (যিনি একটি প্যানেলের প্রতিনিধি হয়ে কাজ করেছেন) মশিউর রহমান কামালকে সঙ্গে নিয়ে ব্যালট বাক্সসহ একই গাড়িতে যেতে দেখেছেন বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী। তারা অভিযোগ করে বলেন, কামাল হেলাল-আজিজ পরিষদের প্রতিনিধি হয়ে কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন।কিন্তু তাকে নিয়ে ব্যালট বাক্সসহ প্রধান নির্বাচন কমিশনার কীভাবে একই গাড়িতে অন্য কেন্দ্রে যান। সেখানে অপর আরেকজন প্রার্থীর প্রতিনিধিকেও প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে নিতে পারতেন। দৃষ্টিকটু এ বিষয়টি নিয়ে অনেকেই নানা প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কারো বক্তব্য পাওয়া যায়নি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন