বাংলাপ্রেস ডেস্ক: একটা হারই দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ম্যাচে ওই হার এখন লিটন দাসের দলের সামনে জয় বাদে অন্য কোনো বিকল্প খোলা রাখেনি। আফগানিস্তানের বিপক্ষে সেই লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। আর এই ম্যাচকে সামনে রেখে একাদশে আসতে পারে একগাদা পরিবর্তন।
সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে হলে অন্তত জয় তুলে নিতে হবে আফগানিস্তানের বিপক্ষে। এরপরও অবশ্য বাংলাদেশের বিদায় নেওয়ার শঙ্কা থেকে যায়। যদি অন্য ম্যাচের ফলাফল পক্ষে না আসে, তাহলে আফগানিস্তানকে হারিয়েও ঢাকার বিমানে উঠতে হতে পারে লিটনদের।
তবে সেটা অনেক পরের বিষয়। আগে নিজেদের কাজটা করা জরুরি। বাংলাদেশ আজ সে লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
এই ম্যাচে একাদশে বিরাট পরিবর্তনের সম্ভাবনা আছে। তাওহীদ হৃদয় ফর্মে নেই। আজ তার জায়গায় একাদশে আজতে পারেন সাইফ হাসান, যিনি নেদারল্যান্ডস সিরিজে দারুণ পারফর্ম করেছেন।
রিশাদ হোসেন দুই ম্যাচে ভালো করতে পারেননি। আজ তাকে বসিয়ে একাদশে নাসুম আহমেদকে আনা হতে পারে। ওদিকে শরিফুল ইসলামও শ্রীলঙ্কা ম্যাচে আলো ছড়াতে পারেননি। ফলে আজ তার জায়গায় একাদশে ঢুকতে পারেন তাসকিন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, সাইফ হাসান, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদী, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]