১৪ অক্টোবর ২০২৫

ঢাকা-রোম বিমানের ফ্লাইট চালুতে প্রবাসীরা খুশি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঢাকা-রোম বিমানের ফ্লাইট চালুতে প্রবাসীরা খুশি
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা থেকে ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার ইতালির নেপোলি শহরে ঢাকা-রোম-ঢাকা ফ্লাটটের বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্যা প্রেস’ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিমানের ফ্লাইট নিয়ে আগ্রহ প্রকাশ করেন তারা। মতবিনিময় শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের সফলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় প্রবাসী বাংলাদেশিরা জানান, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইট চালু করাতে অত্যন্ত আনন্দিত। তারা আরও জানান, নেপোলির প্রবাসী বাংলাদেশিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভ্রমণ করার বিষয়ে সর্বসম্মত এবং তারা নিজ নিজ স্থান থেকে বিমান এর প্রচার করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এমপি, জাতীয় প্রেসক্লাবে সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, মাহমুদুল হাসান রিপন এমপি,  জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রাহমাতুল মনিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন,  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম, বিভিন্ন মিডিয়ার কর্মী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাবৃন্দ ও নেপোলি শহরের বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষথেকে ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের যাত্রী বাড়ানো এবং প্রচারের জন্য উপস্থিত সকলের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়। অনুষ্ঠান শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জনসংযোগ বিভাগের পক্ষথেকে নেপোলি শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সাথে জনসংযোগ করা হয়, তাদের মাঝে লিফলেট ও ব্রুশিয়ার বিতরণ করা হয়। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন