১৪ অক্টোবর ২০২৫

ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিলেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিলেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: শ্রমিক সংকটে বোরো ধান ঘরে তুলতে পারছেন না কৃষক। ক্ষেতেই নষ্ট হচ্ছে পাকা ধান। এমন অবস্থায় প্রান্তিক কৃষকদের পাশে দাড়িয়েছেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার (১৩ মে) সকালে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাসারুল ইসলাম সোহেলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের একটি টিম ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের পাটশ্বেরী পাড়া এলাকার কৃষক বিরেশ চন্দ্র বর্মনেরে ৫০ শতক জমির বোরো ধান কেটে মাথায় করে বাসায় পৌঁছে দেয়। এ কর্মসূচিতে রুহিয়া থানা এলাকার ৫ ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাথায় গামছা, হাতে কাস্তে। কৃষকের ক্ষেতের ধান কেটে দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। বোরো মৌসুমে শ্রমিক সংকটের কারণে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের পাটশ্বেরী পাড়া  কৃষক  বিরেশ চন্দ্র বর্মনেরে ক্ষেতের ধান সময় মতো কাটতে না পারায় ক্ষেতেই নষ্ট হচ্ছিল। খবর পেয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৫০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এতে কৃষক বিরেশ চন্দ্র সন্তুষ্টি প্রকাশ করে বলেন, স্বেচ্ছাসেবক লীগ আমার ৫০ শতক জমির ধান কেটে বাসায় পৌঁছে দেওয়ায় আমি আর্থিকভাবে উপকৃত হয়েছি। কারণ একবিঘা জমির ধান কাটতে মজুরি দিতে হয় সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা। স্বেচ্ছাসেবক লীগ আমার জমির ধান কেটে দেওয়ায় আমার প্রায় ৫ হাজার টাকা বেঁচে গেল।
অপরদিকে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাসারুল ইসলাম সোহেল জানান,
কৃষকের বোরোধান কেটে দেয়ার জন্য স্বেচ্ছাসেবকলীগ কে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশের পর এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে। আমরা কৃষকদের বোরো ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। কৃষকের কোন ফসল ক্ষেতে নষ্ট হতে দিবনা।আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন