
ধানের শীষে নির্বাচন করবে ৮ দল


বাংলাপ্রেস অনলাইন : ২০ দলীয় ঐক্যজোটের মধ্যে নিবন্ধিত আটটি দলকে ধানের শীষ প্রতীক দিতে বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চিঠিতে সিইসিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘আপনাকে জানাচ্ছি যে, নিম্নলিখিত নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ যৌথভাবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে’।দলগুলো হচ্ছে- বিএনপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলীম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম। চিঠিতে আরো বলা হয়েছে, চূড়ান্ত মনোনয়ন সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আসনে যৌথভাবে মনোনীত প্রার্থীকে প্রতীক বরাদ্দের জন্য লিখিতভাবে অবহিত করা হবে।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা



.jpg)