
ধবলধোলাইয়ের বদলা নিতে শক্তিশালী দল দিল আফগানিস্তান

বাংলা প্রেস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:০৮ এএম

বাংলাপ্রেস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবি হয়েছে আফগানিস্তানের। বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি। কুড়ি ওভারের তিন ম্যাচে ধবলধোলাইয়ের শোধ পঞ্চাশ ওভারের ক্রিকেটে নিতে চায় আফগানরা। সেই লক্ষ্যে ওয়ানডেতে শক্তিশালী দলও দিয়েছে।
চোটের কারণে বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সালেম। তার বদলি হিসেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ডেকে নিয়েছে বিলাল সামিরকে। ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কারই পেয়েছেন বিলাল।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামীকাল ওয়ানডে সিরিজ খেলতে নামবে দুই দল। ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতেই হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এই সিরিজের জন্য দুদিন আগেই দল দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দল
- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
আফগানিস্তানের ওয়ানডে দল
- হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, মোহাম্মদ গাজানফার, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমাদ এবং বিলাল সামি।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



-68eb25d6635b2.jpg)
-68eb58c4c0835.jpg)
