
ডিজিটাল নিরাপত্তা আইনে রনির বিরুদ্ধে মামলা



বাংলাপ্রেস, ঢাকা : ডিজিটাল নিরাপত্তা আইনে পটুয়াখালী-৩ আসনের বিএনপি প্রার্থী বহুল আলোচিত-সমালোচিত গোলাম মাওলা রনির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ মামলায় রনিসহ আরো ৬ জনের নাম রয়েছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দিনগত রাতে গলাচিপা থানায় মামলাটি দায়ের করেন আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও গলাচিপা মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মেহেদী মাসুদ। মামলা নম্বর-১৪।
গোলাম মাওলা বলেছেন , ‘কি জন্য মামলা হইছে আমি জানি না। এখনও পর্যন্ত মামলার বিষয়ে পুরোপুরি অবগত নই। তবে লোকমুখে শুনেছি। আমার বিরুদ্ধে মামলা হওয়ার কথাও না।যদি মামলা হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো।’
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, মামলায় গোলাম মাওলা রনিসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে। গোলাম মাওলা রনি নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। কিন্তু ২০১৮ সালের ২৬ নভেম্বরে তিনি বিএনপি'তে যোগদান করেন এবং একাদশ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে এই দল থেকে মনোনয়ন লাভ করেন।
বিপি/ শাকিলা
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পাশে জামায়াত আমির, ১ লাখ টাকা অনুদানের ঘোষণা


কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা
