১৪ অক্টোবর ২০২৫

ডোমারে আইএফআইসি ব্যাংক উপ-শাখার শুভ উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে আইএফআইসি ব্যাংক উপ-শাখার শুভ উদ্বোধন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বে-সরকারি ব্যাংক আইএফআইসি উপ-শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগষ্ট) দুপুরে উপজেলার ডিবি রোড সংলগ্ন হক সুপার মার্কেটের ২য় তলায় ১ হাজার ৮৩ তম উপ-শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম এর শুভ উদ্বোধন ঘোষণা করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল। ব্যাংকের কাস্টমার সার্ভিস রংপুর ব্রাঞ্চ ম্যানেজার মোস্তাকিম আহমেদর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল, উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনছুর আলী, সাবেক বন কর্মকর্তা ওয়াহেদুল হক, নাহিদ একরাম সোহাগ প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন চিকনমাটি আল আকসা জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান। ডোমার উপশাখা ব্রাঞ্চের ব্যবস্থাপকের দ্বায়িত্বে নিয়োজিত আরিফুল ইসলাম, ট্রানজেকশন সার্ভিস অফিসার আসাদুজ্জামান। উল্লেখ্য যে, বেসরকারি আইএফআইসি ব্যাংকের বাংলাদেশে ব্যবস্থাপনা পরিচালকের দ্বায়িত্বে নিয়োজিত রয়েছেন শাহ এম সারোয়ার, চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন সালমান এফ রহমান। উক্ত ব্যাংকিং কার্যক্রমের সুবিধা সমুহ, সব পেশার সব বয়সের সবার জন্য। সেভিংস ও কারেন্ট এক একাউন্টেই দুই ধরনের লেনদেনের সুবিধা, জমানো টাকায় দৈনিক হারে এফডিআরের মতো আকর্ষণীয় মুনাফা ও মাস শেষে তা উত্তোলনের সুবিধা, তাৎক্ষণিক সাশ্রয়ী ঋন সুবিধা, এক কার্ডে ডেবিট ও ক্রেডিট সুবিধা, একই কার্ড বিদেশে ও ব্যবহার করা যায়, আমার একাউন্টের কার্ড দিয়ে দেশের যে কোন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন একদম ফ্রী। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন