১৪ অক্টোবর ২০২৫

ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত মঙ্গলবার (৮ই মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, পল্লী উন্নয়ন বিআরডিবি কর্মকর্তা আবু রাহাত সোহেল, ডোমার থানা এসআই শাহ আলম, সফল নারী উদ্দোক্তা ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবি, ছোটরাউতা সপ্র্রাবি’র প্রধান শিক্ষক নাজিরা আখতার ফেরদৌসী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরমিন জাহান, ব্র্যাকের এ্যাসোসিয়েট কর্মকর্তা (সেল্ধসঢ়;প) লতিফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। কিশোর কিশোরী ক্লাবের শিক্ষিকা সোনামণি কলির সঞ্চালনায় উপজেলার বিভিন্ন বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, ল্যাম্প, ইউএসডিও, পল্লীশ্রী সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কিশোর কিশোরী ক্লাবের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন